Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • অটো স্ট্যান্ডে বৃষ্টি গুলি—তৃণমূল নেতা মিনি ফিরোজ ও দলবলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাজ্য

অটো স্ট্যান্ডে বৃষ্টি গুলি—তৃণমূল নেতা মিনি ফিরোজ ও দলবলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

firing in kolkata
Email :1

ভরসন্ধ্যায় ফের উত্তপ্ত হলো গুলশান কলোনি (Kolkata)। দুষ্কৃতীদের দাপটে গুলি চলার অভিযোগে তীব্র আতঙ্ক ছড়াল এলাকায়। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ নেতা মিনি ফিরোজ এবং তাঁর দলবলই এই ঘটনার নেপথ্যে (Kolkata)। প্রশ্ন উঠছে—এ কি শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি সিন্ডিকেট নিয়ন্ত্রণের লড়াই? বিরোধীরা সরাসরি বলছে, “এটা তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত।”

চোখে পড়েছে একাধিক রাউন্ড গুলি ছোঁড়ার দৃশ্য (Kolkata)। এমনকি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। ফলে আরও বেড়েছে চাঞ্চল্য। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় আনন্দপুর থানার তরফে। এলাকা ঘিরে ফেলে চলে তল্লাশি (Kolkata)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অটো স্ট্যান্ডে হঠাৎ করেই দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। অভিযোগ উঠছে মিনি ফিরোজের দলের বিরুদ্ধে। ফিরোজ তৃণমূলের এক বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত। স্থানীয়দের দাবি, নির্বাচন এলেই এলাকায় দুষ্কৃতীদের দাপট বেড়ে যায়, এবারে তারই পুনরাবৃত্তি হয়েছে।

এ ঘটনায় একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে বলেও অভিযোগ। আহত ব্যক্তির দাবি, তাঁর উপর হামলা চালিয়েছে সাজিদ নামে এক দুষ্কৃতী, যিনি মিনি ফিরোজের দলের লোক। যদিও ফিরোজ নিজে ঘটনাস্থলে ছিলেন না, কিন্তু তাঁর অনুগামীরাই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করছেন এলাকার মানুষজন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গুলশান কলোনি জুড়ে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts