Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • জার্মান শেফার্ড কামড় দিল কলকাতার বিমানবন্দরে, চার বছরের শিশুর জীবন বিপদে!
রাজ্য

জার্মান শেফার্ড কামড় দিল কলকাতার বিমানবন্দরে, চার বছরের শিশুর জীবন বিপদে!

kolkata airport a
Email :1

কলকাতা বিমানবন্দরে (Kolkata airport) নিরাপত্তা সংস্থার স্নিফার কুকুরের কামড়ে গুরুতরভাবে আহত হলেন চার বছর বয়সের এক ছেলে। ঘটনার পর পরিবারের বিদেশ ভ্রমণ বাতিল করতে হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ৪এ এবং ৪বি গেটের মধ্যে, যখন জার্মান শেফার্ড জাতের কুকুরটি হ্যান্ডলারের সঙ্গে থাকা সত্ত্বেও হঠাৎ ছুটে এসে ছেলেটিকে কামড় দেয় (Kolkata airport)। ছেলেটির সঙ্গে ছিলেন তার বাবা-মা, যারা মালয়েশিয়ার ভ্রমণে যাচ্ছিলেন।

পরবর্তীতে ছেলেটির বাবা অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হ্যান্ডলারের বিরুদ্ধে “কুকুর নিয়ন্ত্রণে অক্ষমতার কারণে গুরুতর আঘাত” এর এফআইআর করা হয়েছে । ছেলেটিকে ট্রমা থেকে সেরে উঠতে প্রায় এক মাস ধরে সম্পূর্ণ রেবিসের টিকা নিতে হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts