Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • নির্মাণস্থলে মৃত্যু, সহকর্মীরা জানলই না? না কি সবাই মিলে কিছু লুকোচ্ছে? কাশীপুর কাণ্ডে নড়েচড়ে বসল পুলিশ!
রাজ্য

নির্মাণস্থলে মৃত্যু, সহকর্মীরা জানলই না? না কি সবাই মিলে কিছু লুকোচ্ছে? কাশীপুর কাণ্ডে নড়েচড়ে বসল পুলিশ!

deadbody
Email :18

কাশীপুরে (Kashipur) নির্মীয়মাণ একটি বহুতলের নিচ থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সকালেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম মিঠুন মণ্ডল, বয়স ৩৭ বছর। তিনি দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের বাসিন্দা এবং কাশীপুর (Kashipur) এলাকার রতনপুর ঘাটের কাছে ওই বহুতলে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার সকালে তাঁর নিথর দেহ উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ।

প্রথমে মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করা হলেও, ঘটনাস্থল এবং পরবর্তীকালে উঠে আসা তথ্য ঘিরে ক্রমেই রহস্য ঘনিয়ে উঠেছে (Kashipur)। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মিঠুন রাতে ঘুমন্ত অবস্থায় উপর থেকে নিচে পড়ে গিয়েছিলেন (Kashipur) এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কিন্তু যদি সত্যিই এমনটাই ঘটে থাকে, তাহলে প্রশ্ন উঠছে—বাকিরা কিছু টের পেল না কেন? কেনই বা কেউ তাকে হাসপাতালে নিয়ে গেল না?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মীয়মাণ বহুতলের মধ্যেই থাকতেন আরও কয়েকজন শ্রমিক। তাদেরই একাংশকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার রাতে ওই বহুতলে আসলে কী ঘটেছিল, সেটা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি, তবে পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে মিঠুনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। তবে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts