Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Teachers Protest: লাঠিচার্জে গুরুতর আহত আন্দোলনকারীরা শিক্ষক-শিক্ষিকারা, ছুটে এলেন জুনিয়র চিকিৎসকরা
রাজ্য

Teachers Protest: লাঠিচার্জে গুরুতর আহত আন্দোলনকারীরা শিক্ষক-শিক্ষিকারা, ছুটে এলেন জুনিয়র চিকিৎসকরা

Email :4

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন (Teachers Protest) ঘিরে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল সল্টলেকের বিকাশ ভবন চত্বর। বৃহস্পতিবার রাত বাড়তেই বিক্ষোভকারীদের (Teachers Protest)সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চরমে ওঠে, অভিযোগ, এলোপাথাড়ি লাঠিচার্জ চালায় পুলিশ। গুরুতর জখম হয়েছেন একাধিক আন্দোলনকারী (Teachers Protest)। আহত হয়েছেন এক পুলিশ কর্মীও। গুরুতর আহত শিক্ষক-শিক্ষিকাদের দেখতে ছুটে এলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা (Teachers Protest)। তাঁরা বলেন (Teachers Protest), শিক্ষক-শিক্ষিকাদের বেশ কয়েকজনের আঘাত বেশ আশঙ্কাজনক।

সূত্রের খবর, লাঠিচার্জে কয়েকজন আন্দোলনকারীর মাথা ফেটে যায়, কারও পা ভেঙে যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বিকাশ ভবনের ভিতরে আটকে পড়া সরকারি কর্মীদের বের করতে পুলিশ মোতায়েন করে এসকর্ট বাহিনী। কিন্তু চাকরিহারাদের বাধায় উত্তেজনা চরমে ওঠে, এর পরই নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জে নামে পুলিশ বাহিনী। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে বের করে আনা হয় কর্মীদের।

চলমান উত্তেজনার মধ্যেই বিকাশ ভবন চত্বরে পৌঁছান আন্দোলনের অন্যতম নেতা অনিকেত মাহাতো সহ আরও অনেকে। তাঁরা আহতদের চিকিৎসার ব্যবস্থা শুরু করেন। অনিকেত জানান, “লাঠির ঘায়ে একাধিক শিক্ষক গুরুতর আহত। কয়েকজনের অবস্থা সংকটজনক। এমন বর্বরতা চলতে পারে না।”

বৃহস্পতিবার সকাল থেকেই বিকাশ ভবনের গেটে চাকরিহারাদের জোরালো অবস্থান ও বিক্ষোভ চলে। পুলিশের ব্যারিকেডে উঠে “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। দিনভর দফায় দফায় উত্তেজনার পর রাত বাড়তেই র‌্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। চাকরিহারাদের অভিযোগ, তাঁদের পূর্ব ঘোষণা ছাড়াই রিভিউ পিটিশন দাখিল করেছে সরকার, শুরু হয়েছে পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া। এর বিরুদ্ধেই বিক্ষোভ। এক আন্দোলনকারী শিক্ষক বলেন, “৭ বছর কাজ করার পর, কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও, আমাদের জীবন-জীবিকা কেড়ে নেওয়া হয়েছে। এই অবিচারের বিরুদ্ধে লড়াই চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts