Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “স্বপ্ন ভেঙে গেল!” — তালাবন্ধ কলেজের সামনে কান্নায় ভেঙে পড়লেন পড়ুয়ারা, অধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!
রাজ্য

“স্বপ্ন ভেঙে গেল!” — তালাবন্ধ কলেজের সামনে কান্নায় ভেঙে পড়লেন পড়ুয়ারা, অধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

homeopathy college
Email :3

মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে (Homeopathy College) হঠাৎই তালা ঝুলে গেল একাডেমিক বিল্ডিংয়ের গেটে, যার জেরে প্রবল চাঞ্চল্য ছড়াল ছাত্রছাত্রীদের মধ্যে। শুক্রবার সকালে যথারীতি কলেজে এসে ক্লাস করতে চেয়েছিলেন পড়ুয়ারা, কিন্তু গেটে তালা দেখে হতবাক হয়ে যান তাঁরা। বাধ্য হয়ে কলেজের বাইরে বসেই শুরু করেন বিক্ষোভ।

গত এক সপ্তাহ ধরে একাধিক দাবিদাওয়া নিয়ে লাগাতার আন্দোলনে শামিল ছিলেন এই কলেজের ছাত্রছাত্রীরা (Homeopathy College) । তাদের মূল অভিযোগ, কলেজে ঠিকঠাক ক্লাস হয় না, শিক্ষকরা নিয়মিত আসেন না, শিক্ষা ব্যবস্থার অবস্থা অত্যন্ত করুণ। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। তারই পরিপ্রেক্ষিতে বিক্ষোভ চলছে (Homeopathy College) ।

এক ছাত্রী (Homeopathy College) ক্ষোভে বলেন, “অনেক স্বপ্ন নিয়ে এখানে ভর্তি হয়েছিলাম। কিন্তু এখানে এসে বুঝলাম স্বপ্ন ধ্বংস হওয়ার জায়গা এটা। ক্লাস হয় না, পড়াশোনা প্রায় অচল, পরীক্ষায় কীভাবে ভালো করব বলুন?”

সবচেয়ে বিস্ময়কর অভিযোগ হল, কলেজ (Homeopathy College) কর্তৃপক্ষ নিজেরাই নাকি তালা মেরে দিয়ে গিয়েছেন। ছাত্রছাত্রীদের দাবি, অধ্যক্ষ নিজে একাডেমিক বিল্ডিংয়ে তালা দিয়ে চলে গিয়েছেন এবং স্পষ্টভাবে বলে গিয়েছেন, তালা খুলতে নিষেধ।

এই ঘটনার পরেও কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। গেটের বাইরে বিক্ষোভ চললেও, অধ্যক্ষ বা অন্য কোনও পদস্থ আধিকারিক সামনে আসেননি।

বর্তমানে শিক্ষাক্ষেত্রে যে স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতার দাবি উঠছে, সেখানে সরকারি হোমিওপ্যাথিক কলেজের এমন উদাসীন ও অমানবিক পদক্ষেপে বিস্মিত বহু অভিভাবক এবং প্রাক্তনীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts