প্রাক্তন প্রেমিকার বাড়ি রেকি করে এসে গুলি চালানোর অভিযোগে তপ্ত যাদবপুরের বিজয়গড় এলাকা ( Bijoygarh Shooting)। মঙ্গলবার সন্ধ্যার ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা পাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম রবি কুমার ভরদ্বাজ (Rabi Kumar Bhardwaj)। তিনি বিহারের বাসিন্দা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগে থেকেই পুরো পরিকল্পনা করে রেকি চালিয়েছিলেন রবি। দিন কয়েক ধরে এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি ( Bijoygarh Shooting)। এরপর মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই প্রাক্তন প্রেমিকার বাড়ির সামনে গিয়ে গুলি চালান বলে অভিযোগ। সৌভাগ্যবশত তরুণী অল্পের জন্য প্রাণে বেঁচে যান ( Bijoygarh Shooting)।
তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। রবি কুমার আগেও ওই তরুণীর উপরে হামলা চালিয়েছিলেন। বেঙ্গালুরুতে ২০২৩ সালে ঘটে সেই ঘটনা। সূত্রের খবর, সেই সময় বেঙ্গালুরুর এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন তরুণী। রবি ছিলেন সেই সংস্থার মালিক। অফিসেই আলাপ থেকে ঘনিষ্ঠতা। কিন্তু তরুণী জানতেই পারেননি যে রবি বিবাহিত।
সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই শুরু হয় হুমকি-হামলার পর্ব। অভিযোগ, রবি চপার নিয়ে হামলা করেন তরুণীর উপর। মাথায় গুরুতর আঘাত পান তরুণী, এমনকি মাথায় সেলাই পড়ে। অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ তাকে গ্রেফতারও করেছিল। কয়েক মাস জেল খাটার পর জামিনে মুক্তি পান রবি।
কিন্তু এখানেই শেষ নয়। তরুণী কলকাতার বিজয়গড়ে ফিরে আসার পরও শান্তি মেলেনি। সূত্রের খবর, মুক্তি পাওয়ার পর থেকেই রবি কলকাতায় আসে এবং একাধিকবার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের অনুমান, সেই সময়ই তিনি বাড়ি ও আশপাশের রেকি করেন।
অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় তিনি আবারও হাজির হন। দরজায় দাঁড়িয়ে কথা বলার নাম করে আচমকা গুলি চালান। গুলির শব্দে এলাকাবাসী ছুটে এলে রবি সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, পুরনো প্রেমের সম্পর্ক থেকেই এই হামলার ঘটনা। অভিযুক্তের ফোন রেকর্ড ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে, ঘটনায় আতঙ্কিত তরুণীর পরিবার। তরুণীর এক আত্মীয় বলেন, “ওকে বারবার হুমকি দিচ্ছিল রবি। আমরা পুলিশে জানিয়েছিলাম। তবুও ও থামেনি।”
পুরনো সম্পর্কের প্রতিশোধ নিতে ফের অস্ত্র হাতে ফেরত এল রবি ভরদ্বাজ— এমনটাই বলছে পুলিশ সূত্র। বিজয়গড়ের শান্ত পাড়ায় প্রেমঘটিত এই গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দক্ষিণ কলকাতায়।ন







