Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কাঁকিনাড়ায় ল্যান্ডফল করবে মন্থা, মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু বাংলায়
রাজ্য

কাঁকিনাড়ায় ল্যান্ডফল করবে মন্থা, মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু বাংলায়

cyclone
Email :1

অবশেষে স্পষ্ট হলো শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা-র গতিপথ (Cyclone Mantha)। বহু চাপানউতোরের পর আবহাওয়া দফতর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার দিকেই স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় (Cyclone Mantha)। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যেই কলিঙ্গপত্তনাম ও মছলিপত্তনামের মাঝে কাঁকিনাড়ার কাছে, পালেম বা আমলাপুরম উপকূলে প্রবেশ করতে পারে মন্থা। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার।

এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাতেও (Cyclone Mantha)। সমুদ্র উপকূলে এখনই উত্তাল ঢেউ। আবহাওয়া দফতর ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য জারি করেছে সতর্কতা। ২৮ অক্টোবর থেকে নতুন করে কেউ সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Cyclone Mantha)। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের অবিলম্বে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্থার (Cyclone Mantha) প্রভাবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার থেকেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারের পর আরও ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে— হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে।

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গেও ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে নতুন করে বৃষ্টি শুরু হবে। বুধবার থেকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস।

মন্থার (Cyclone Mantha)প্রভাবে তাপমাত্রাও কিছুটা নামতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড় পুরোপুরি দুর্বল হয়ে যাওয়ার পরই ফের মেঘলা আকাশের ফাঁক গলে রোদ উঠবে।

সমুদ্র এখন উত্তাল, উপকূল জুড়ে জারি হয়েছে প্রশাসনিক সতর্কতা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন রয়েছে। পর্যটকদেরও সমুদ্রসৈকত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মন্থা ক্রমে স্থলভাগে প্রবেশ করলেও তার প্রভাবে বাংলা জুড়ে অন্তত তিনদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts