একুশে জুলাইয়ের দিন কলকাতার ট্রাফিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেন বিচারপতি (Calcutta High Court) তীর্থঙ্কর ঘোষ। সোমবার কলকাতা হাই কোর্টে বিচারপতির এজলাসে প্রকাশ্যে প্রশংসা পেল কলকাতা পুলিশ। রীতিমতো সার্টিফিকেট দিয়ে বিচারপতি (Calcutta High Court) বলেন, “রাস্তা খুব সুন্দরভাবে মেইনটেন হয়েছে।”
এদিন আদালতের ভিতর থেকেই বিচারপতি (Calcutta High Court) জানান, তিনি সবসময় কলকাতা পুলিশের উপর ভরসা রাখেন, এবং এই একুশে জুলাই তার একটি স্পষ্ট প্রমাণ। আগেই এই মামলায় পুলিশের উদ্দেশ্যে গাইডলাইন দিয়েছিলেন বিচারপতি (Calcutta High Court) । সেই গাইডলাইন অনুসরণ করে ধর্মতলার মতো জনবহুল এলাকায় কোনও বিশৃঙ্খলা ছাড়াই যেভাবে ট্রাফিক সামলেছে পুলিশ, তা বিচারপতির মতে অত্যন্ত প্রশংসনীয় (Calcutta High Court) ।
সেই বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেন নিউ আলিপুর থেকে আসা এক আইনজীবীও। তিনি জানান, একুশে জুলাইয়ের মতো এত বড় কর্মসূচির দিনেও তিনি ঠিক আগের মতোই সময়মতো কোর্টে পৌঁছাতে পেরেছেন।
তবে প্রশংসার পাশাপাশি এদিন আদালতের একাংশ আইনজীবীদের উদ্দেশ্যে ক্ষোভও উগরে দেন বিচারপতি। জানিয়ে দেন, এই পরিস্থিতিতে ‘রাস্তা খারাপ’ বা ‘যানজট’ এর অজুহাতে এজলাস ফাঁকা রাখা বা মামলায় হাজির না হওয়ার কোনও যুক্তি নেই।
বার অ্যাসোসিয়েশনের একটি অনুরোধের প্রেক্ষিতে আরও সাফ বলেন, “আজকের দিনে যদি কেউ বলে সকাল সাড়ে ১০টার মধ্যে কোর্টে পৌঁছনো যায়নি, আমি সেটা বিশ্বাস করি না। রাস্তা পুরো ঠিক ছিল। এইভাবে আদালতের মূল্যবান সময় নষ্ট করা একেবারেই অনুচিত।”
আদালতের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বার্তা দেন—কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে তার পূর্ণ আস্থা আছে, কিন্তু আদালতের নিয়মনীতি এবং সময় নিয়ে কেউ যেন খামখেয়ালি না করেন।