ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। শুধু তাই নয়, মামলাটি করে আদালতের সময় নষ্ট করার জন্য মামলাকারীকেই ১১ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে জানাল বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ (Calcutta High court)।
ঘটনার শুরু দিঘায়। গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন কার্তিক মহারাজ। তাঁর বক্তব্যকেই মানহানিকর বলে অভিযোগ করেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। এরপরই তিনি কলকাতা হাইকোর্টে (Calcutta High court) মানহানির মামলা দায়ের করেন। তবে বুধবার বেঞ্চ স্পষ্ট জানায়, এই মামলার কোনও ভিত্তি নেই, অকারণে আদালতের সময় নষ্ট করা হয়েছে। তাই মামলা খারিজ করা হল এবং মামলাকারীকে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হল।
কার্তিক মহারাজ বর্তমানে মুর্শিদাবাদের বেলডাঙা আশ্রমের দায়িত্বে রয়েছেন। তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত। দীর্ঘদিন ধরেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে খোলাখুলি সরব হচ্ছেন তিনি। সন্ন্যাসীর পোশাক পরে রাজনৈতিক মন্তব্য ও প্রচার করছেন—এই অভিযোগ তুলে তৃণমূলের তরফে বারবার তাঁকে আক্রমণ করা হয়েছে। সেই প্রেক্ষিতেই এবার মানহানির মামলা হয়েছিল। কিন্তু হাইকোর্টে শেষমেশ সেই মামলা ধোপে টিকল না।
মামলা খারিজ হওয়ার পর বিজেপি পাল্টা তোপ দাগে তৃণমূলকে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “সত্য প্রতিষ্ঠা পায়। বিচারব্যবস্থা এখনও টিকে আছে। একজন সন্ন্যাসীকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছিল।” তবে এই মামলার রায় নিয়ে মামলাকারী সব্যসাচী দত্ত কিংবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।