Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • প্রতিবছর অনুদান বাড়ছে, অথচ হিসেব নেই! আদালতে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাজ্য

প্রতিবছর অনুদান বাড়ছে, অথচ হিসেব নেই! আদালতে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

calcutta high court
Email :2

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফের উত্তপ্ত মামলা দুর্গাপুজোর অনুদানকে ঘিরে। বুধবার (২০ আগস্ট) মামলাটি ওঠে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। মামলাকারীর তরফে আইনজীবী শামিম আহমেদ দাবি করেন, সরকারি কোষাগারের টাকা এভাবে পুজোর নামে দান করা যায় না। প্রতিবছরই অনুদানের অঙ্ক বাড়ছে, অথচ শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য জরুরি খাতে সরকার সঠিকভাবে খরচ করতে পারছে না (Calcutta High Court)।

রাজ্যের তরফে আইনজীবীরা অবশ্য সাফ জানিয়ে দেন— এই মামলা আসলে পুজোর আগেই করা হয়, পুজো শেষ হতেই মামলাকারীদের আর জনগণের কথা মনে থাকে না। তাঁদের মতে, এই মামলাগুলি কেবলমাত্র প্রচারের জন্যই করা হচ্ছে।

মামলাকারীর আইনজীবীর অভিযোগ, বাস্তবে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হলেও তার কোনও নির্দিষ্ট হিসেব রাখা হয় না (Calcutta High Court)। অথচ আদালতের আগের রায়ে পুলিশের মাধ্যমে সব খরচের খতিয়ান রাখার নির্দেশ ছিল। সেই নির্দেশও কার্যত মানা হয়নি। আদালত জানিয়ে দিয়েছে, আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে শুরু হয় দুর্গাপুজোর অনুদান। শুরুর বছর থেকেই এই সিদ্ধান্ত নিয়ে প্রবল বিতর্ক। সমালোচকদের প্রশ্ন— কেন সরকার পুজোতে টাকা দেবে? তবুও প্রতিবছর বেড়েই চলেছে অনুদানের পরিমাণ। চলতি বছর রাজ্য সরকার ঘোষণা করেছে, প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হবে ১ লক্ষ ১০ হাজার টাকা।

গত বছরও (২০২৪) রাজ্যজুড়ে চিকিৎসক ও সাধারণ মানুষের আন্দোলনের আবহে দুর্গাপুজোর অনুদান নিয়ে বিতর্ক হয়েছিল। এমনকি বহু ক্লাব তখন সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts