Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • Teachers Protest: “চাকরি চোর” স্লোগানে বিকাশ ভবন রণক্ষেত্র! শিক্ষকদের ওপর লাঠিচার্জ, প্রতিবাদে নামলেন ‘প্রতীকী রবীন্দ্রনাথ’
রাজ্য

Teachers Protest: “চাকরি চোর” স্লোগানে বিকাশ ভবন রণক্ষেত্র! শিক্ষকদের ওপর লাঠিচার্জ, প্রতিবাদে নামলেন ‘প্রতীকী রবীন্দ্রনাথ’

Email :1

অবিলম্বে যোগ্যদের চাকরির তালিকা প্রকাশ (Teachers Protest) এবং ঘুষ দিয়ে চাকরি পাওয়া অযোগ্যদের শাস্তি—এই দাবিতে বৃহস্পতিবার সল্টলেকের বিকাশ ভবনে তাণ্ডব! চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ (Teachers Protest) হঠাৎই গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সন্ধ্যায় সরকারি কর্মীদের ঘিরে ধরে, পুলিশকে আক্রমণের অভিযোগে শিক্ষকদের ওপর লাঠিচার্জ চালায় পুলিশ (Teachers Protest)।

এতেই থামেনি প্রতিবাদ, আজ শনিবার ‘প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর’ গোলাপ হাতে হাজির হলেন বিকাশ ভবনের সামনে, আন্দোলনকারী শিক্ষকদের পাশে দাঁড়াতে। তাঁকে ঘিরে ধরে সেলফি তুললেন শিক্ষকরা থেকে শুরু করে পথচলতি মানুষও। অভিযোগ, তিনি পুলিশ অফিসারদের হাতে ফুল দিতে গেলে তাঁরা নিতে অস্বীকার করেন।

এর আগে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢুকতেই তাঁকে ঘিরে ধরে “চাকরি চোর” বলে স্লোগান। এমনকি, তাঁর গাড়ির সামনে শুয়ে পড়ে চাকরিহারারা, উত্তেজনা চরমে পৌঁছায়।

এই ঘটনার প্রতিবাদে প্রতীকী কবিগুরু বার্তা দেন, “শিক্ষকদের মারধর করা মানে শিক্ষাকেই অপমান করা। বাংলা মানেই শান্তি ও সম্প্রীতির প্রতীক—সেই বার্তাই পৌঁছে দিতে এসেছি।” আন্দোলনকারীদের হুঁশিয়ারি—“যোগ্যদের চাকরি না দিলে আন্দোলন আরও তীব্র হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts