Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Arjun Singh: রিলিফ ফান্ডের অর্থ বেনিয়মের অভিযোগ! ভবানী ভবনে হাজিরা দিলেন অর্জুন সিং
রাজ্য

Arjun Singh: রিলিফ ফান্ডের অর্থ বেনিয়মের অভিযোগ! ভবানী ভবনে হাজিরা দিলেন অর্জুন সিং

Email :4

ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রিলিফ ফান্ডের অর্থ বেনিয়মের অভিযোগে রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দপ্তর ভবানীভবনে তলব করা হয়েছে বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান ও বর্তমান বিজেপি নেতা অর্জুন সিং-কে  (Arjun sigh)। বৃহস্পতিবার সকালে তিনি (Arjun Singh) জগদ্দলের বাসভবন থেকে ভবানীভবনের উদ্দেশ্যে রওনা দেন। তাঁর বিরুদ্ধে (Arjun Singh) অভিযোগ নিয়ে আসা হয়েছে, তিনি (Arjun Singh)  চেয়ারম্যান হিসেবে রিলিফ ফান্ডের টাকা বিভিন্ন সময় ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। ইতিমধ্যে গোয়েন্দাদের হাতে তাঁর (Arjun Singh)  বিরুদ্ধে একাধিক প্রমাণ এসেছে বলে জানা গিয়েছে। তাঁর পাশাপাশি তাঁর ছেলে পবন সিংয়ের বিরুদ্ধেও সিআইডি একাধিক নোটিশ জারি করেছে।

তৎকালীন চেয়ারম্যান হিসেবে রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে অর্জুন সিং-এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, এই অর্থের অপব্যবহার নিয়ে প্রমাণ সংগ্রহে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। এর আগে একাধিকবার তদন্তে হাজির হওয়ার নোটিস পেলেও তা এড়িয়েছেন তিনি।

ভবানীভবনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্জুন সিং অভিযোগ করেন, “রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আমাকে বারবার হেনস্তা করা হচ্ছে। চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে বহু গরিব মানুষকে সাহায্য করা হয়েছে। এমনকি রাজ্য সরকার যখন কর্মীদের বেতন দিতে পারছিল না, তখনও এই ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে। এখন বারংবার ডেকে সময় ও অর্থ নষ্ট করা হচ্ছে।” তিনি এও বলেন, “এই পরিস্থিতিতে আমাকে সুপ্রিম কোর্টে যেতে হতে পারে।”

এছাড়া অর্জুন সিং ও তাঁর ছেলে, ভাটপাড়ার বিধায়ক পবন সিং-এর বিরুদ্ধে একাধিক মামলায় পুলিশি নোটিস জারি হয়েছে। প্রতিটি অভিযোগের তদন্তে অর্জুন সিং ও পবন সিং-এর ভূমিকা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

আজকের জিজ্ঞাসাবাদ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তদন্তকারীরা রিলিফ ফান্ডের অর্থ ব্যবহারের হিসাব খতিয়ে দেখছেন এবং অভিযোগের সত্যতা যাচাই করছেন। অর্জুন সিং-এর ভবানীভবনে উপস্থিতি এই তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts