একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে সোজাসুজি বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লির বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক ভাষায় আক্রমণ শানিয়ে তিনি জানিয়ে দিলেন—২০২৬ সালের বিধানসভা ভোটে “জয় বাংলা বলিয়েই ছাড়বেন” মোদী-অমিত শাহদের মতো নেতাদের দিয়ে (Abhishek Banerjee)।
সম্প্রতি বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে “জয় শ্রী রাম” ধ্বনি না শুনে, বরং কালী ও দুর্গার স্মরণে সভা শুরু করায় রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছিল। সেই ইস্যুতে একুশের মঞ্চ থেকেই বিজেপিকে কটাক্ষ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “আগে বলত জয় শ্রী রাম, এখন বলছে জয় মা দুর্গা, জয় মা কালী। ছাব্বিশের পর জয় বাংলা বলিয়েই ছাড়ব!”
তিনি (Abhishek Banerjee) আরও বলেন, “আমি ভবিষ্যদ্বাণী করি না, কিন্তু করলে মাথা খাটিয়েই করি। আজকে বলছি, ছাব্বিশে বাংলা বিজেপিকে গণতান্ত্রিকভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে।” অভিষেকের কথায়, এই বিজেপি বাংলার সংস্কৃতি ও গরিব মানুষকে অবজ্ঞা করে, কেন্দ্রীয় টাকা আটকে রেখে রাজ্যবাসীকে শাস্তি দেয়, আর নিজেরাই নিজেদের ব্যর্থতা ঢাকতে বাংলার মানুষকে নিশানা করে।
ব্রিগেডের পুরনো স্লোগান টেনে অভিষেক বলেন, “আজ থেকে ১৬-১৭ মাস আগে আমরা ব্রিগেড সমাবেশে বলেছিলাম—জনতার গর্জন, বাংলাবিরোধীদের বিসর্জন। সেটা শুধু স্লোগান ছিল না, সেটা ছিল ওদের মুখোশ খুলে দেওয়ার প্রতিশ্রুতি।”
এখানেই থেমে থাকেননি তিনি। ইডি-সিবিআই-এর ভয় দেখানো প্রসঙ্গেও তৃণমূল সেনাপতি সাফ জানিয়ে দেন, “আমি মেরুদণ্ড বিক্রি করব না। ওরা যতই ভয় দেখাক, আমরা মাথা নত করব না।”
তিনি বলেন, বিজেপি ভিনরাজ্যে বাংলা বললেই হেনস্থা করে, কারণ তারা জানে বাংলায় তারা শেকড় গাঁড়তে পারেনি। সেই কারণেই পরিকল্পিত অপমান চলছে। একুশের মঞ্চ থেকে অভিষেক আরও বলেন, “বাংলায় আমরা বাংলাতেই কথা বলব। এটা আমাদের অধিকার। বিজেপিকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। এবার এই মাটিতেই সিদ্ধান্ত হবে—কে বাংলার পক্ষে, আর কে বাংলাবিরোধী।”
তিনি চ্যালেঞ্জের সুরে শেষবার বললেন, “এটা শুধু তৃণমূল বনাম বিজেপির লড়াই নয়, এটা বাংলার আত্মমর্যাদার লড়াই। এবার পদ্মফুল উপড়ে ফেলার সময় এসেছে।”