Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • বিরাট কোহলির ‘লুকোনো প্রেম’ আবার ভাইরাল! কে এই ইজাবেল? জানলে অবাক হবেন!
ভাইরাল

বিরাট কোহলির ‘লুকোনো প্রেম’ আবার ভাইরাল! কে এই ইজাবেল? জানলে অবাক হবেন!

virat kohli
Email :16

বিয়ের বহু আগে, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সম্পর্ক ও পরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে, ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli) নাকি প্রেমে পড়েছিলেন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী ইজাবেল লেইতের। সেই পুরনো প্রেমকাহিনি যেন ফের ফিরে এল—কারণ, ইজাবেল ও বিরাটের কিছু পুরনো ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর তাতেই আবার উঁকি দিয়েছে পুরনো স্মৃতি ও কৌতূহল (Virat Kohli) ।

ব্রাজিলে ১৯৯০ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা ইজাবেল লেইটে মডেলিং-এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। তিনি বহু নামকরা ব্র্যান্ডের মুখ ছিলেন, যার মধ্যে ভারতের প্রসাধনী ব্র্যান্ড ‘ল্যাকমে’-ও ছিল। এরপর বলিউডে অভিষেক ঘটে ২০১২ সালের ‘তালাশ’ সিনেমার মাধ্যমে, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান ও কারিনা কাপুর (Virat Kohli) ।

২০১৩ সালে ইজাবেল ‘সিক্সটিন’ নামক একটি ইয়ুথ ড্রামায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন এবং পরে ২০১৪-তে মুক্তি পাওয়া ‘পুরানি জিন্স’ সিনেমাতেও অভিনয় করেন। শুধু হিন্দি নয়, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি—বিশেষ করে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ ও আখিল আক্কিনেনির সঙ্গে ‘মি. মজনু’-তে।

ভারতীয় মিডিয়া সূত্রে জানা যায়, একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এর সময় বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও বিরাট কখনওই এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, ইজাবেল ২০১৪ সালে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “ভারতে আমার প্রথম বন্ধু ছিল বিরাট (Virat Kohli) । আমরা প্রায় দুই বছর ধরে ডেট করেছি। কিন্তু সেটা আমরা কখনও পাবলিক করতে চাইনি।”

virat anushka
বিরাট ও অনুষ্কা

সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, “হ্যাঁ, বিরাট ও আমার মধ্যে সম্পর্ক ছিল।” পাশাপাশি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বন্ধুত্ব নিয়েও বলেন, “সিদ্ধার্থ কেবল আমার বন্ধু, আমরা একসঙ্গে সময় কাটাই, তাতে কোনও ভুল বোঝাবুঝি নেই।”

বর্তমানে ভারতীয় চলচ্চিত্র জগত থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন ইজাবেল। তিনি এখন কাতারের দোহায় বসবাস করছেন, বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জননী। ইনস্টাগ্রামে তার ৫ লক্ষের বেশি অনুগামী রয়েছে, যেখানে তিনি মাঝে মাঝে নিজের পরিবার ও ব্যক্তিগত জীবনের মুহূর্ত শেয়ার করেন।

অন্যদিকে, বিরাট কোহলি ২০১৭ সালের ডিসেম্বরে অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ে করেন। ২০২১ সালে তাদের কন্যাসন্তান ভামিকা জন্ম নেয় এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুত্রসন্তান ‘আকায়’-এর আগমনে পরিবারে নতুন সদস্য আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts