Shopping cart

TnewsTnews
  • Home
  • অফবিট
  • Viral Video: ভুল নাকি অজ্ঞতা…F-16 দুর্ঘটনার রিপোর্টিংয়ে যৌন শব্দ! বিশ্বজুড়ে ট্রোল
ভাইরাল

Viral Video: ভুল নাকি অজ্ঞতা…F-16 দুর্ঘটনার রিপোর্টিংয়ে যৌন শব্দ! বিশ্বজুড়ে ট্রোল

Email :12

প্রচণ্ড চাপে থাকা পাকিস্তানে এক পুরনো লাইভ টিভি সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল (Viral Video)। ভিডিওতে এক পাকিস্তানি টেলিভিশন সঞ্চালক (অ্যাঙ্কর) বিমান দুর্ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে ‘ইজেকশন’ (ejection) শব্দের জায়গায় ভুলবশত ‘ইজ্যাকুলেশন’ (ejaculation) শব্দ ব্যবহার করেন (Viral Video)। মাত্র ১৩ সেকেন্ডের সেই ক্লিপ নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল কটাক্ষ ও হাসির ঝড় (Viral Video)।

ঘটনাটি মূলত ২০২০ সালের ১১ মার্চের। সেদিন ইসলামাবাদের শাকরপারিয়ান এলাকার জঙ্গলে ভয়াবহ ভেঙে পড়ে পাকিস্তান এয়ার ফোর্সের একটি F-16 যুদ্ধবিমান। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান উইং কমান্ডার নওমান আক্রম। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, প্যারেডের মহড়া চলাকালীন বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে, আক্রম জনবসতিপূর্ণ এলাকায় বিপর্যয় এড়াতে শেষ মুহূর্তে জঙ্গলের দিকে বিমান ঘুরিয়ে দেন, কিন্তু ইজেক্ট করেননি।

ঠিক এই ঘটনাকেই ব্যাখ্যা করতে গিয়ে টিভি চ্যানেলের এক সঞ্চালিকা বলেন, “The pilot didn’t ejaculate but rather utilised the crucial time to take the jet into a less populated area.”—যার বাংলা অর্থ দাঁড়ায়, “পাইলট ইজ্যাকুলেট করেননি বরং বিমান কম জনবসতিপূর্ণ এলাকায় নিয়ে যান।”

ভুল শব্দচয়নের জেরে তীব্র ট্রোলিংয়ের মুখে পড়েছেন ওই অ্যাঙ্কর। কেউ কেউ মন্তব্য করেছেন, এমন ভুল শুধুমাত্র ‘জাহিল’দের দেশেই সম্ভব।
একজন এক্স (পূর্বতন টুইটার) ব্যবহারকারী লিখেছেন, “সবচেয়ে জাহিল দেশ, কারণ অজানা নয়।” আরেকজন লেখেন, “পর্ন অনেক বেশি দেখে মনে হয়।”
আরও একজন কটাক্ষ করেন, “এইরকম মানুষদের দিয়েই নাকি ভারতের সঙ্গে যুদ্ধ করবে পাকিস্তান!”

এই হাস্যকর পরিস্থিতিতে কেউ কেউ আবার মজার ছলে বলেছেন, “ওনাকে সংসদের নিঃশব্দ শ্রদ্ধা জানানো উচিত!”—ব্যঙ্গ করে মন্তব্য একজন ব্যবহারকারীর।

তবে ঘটনা যতই হাসির হোক, তাতে পাকিস্তানের সঙ্কটাপন্ন আন্তর্জাতিক ভাবমূর্তির আরও অবনতি হয়েছে বলে মত বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts