Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • লন্ডনের রাস্তায় হাত ধরে হাঁটছেন বিরাট-অনুষ্কা! ভক্তের ক্যামেরায় ধরা পড়ল অপূর্ব মুহূর্ত
বিনোদন

লন্ডনের রাস্তায় হাত ধরে হাঁটছেন বিরাট-অনুষ্কা! ভক্তের ক্যামেরায় ধরা পড়ল অপূর্ব মুহূর্ত

virat anushka
Email :2

লন্ডনের রাস্তায় প্রেমময় মুহূর্তে ধরা পড়লেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি (Virat-Anushka)। তারকাজুটি সম্প্রতি শহরের এক বেকারির সামনে একান্তে সময় কাটাতে দেখা গেছে, যেখানে তাঁদের সঙ্গে ছিল না তাঁদের সন্তান ভামিকা ও আকায়। সাদামাটা পোশাকে, তারকাখ্যাতির ঝলকহীন এই দৃশ্য মন জয় করে নিচ্ছে নেটপাড়ার (Virat-Anushka)।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, আনুশকা ও বিরাট (Virat-Anushka) একে অপরের হাত ধরে লন্ডনের রাস্তায় হেঁটে চলেছেন। পিছন থেকে একজন ভক্ত সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন, যা দ্রুতই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তাদের হাসিমুখ, স্বাভাবিক ভঙ্গিমা ও একে অপরের প্রতি নিরব ভালোবাসা দেখে মুগ্ধ নেটিজেনরা।

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম পরিচয় হয় অনুষ্কা ও বিরাটের। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় প্রেমে, যদিও তা বহুদিন গোপন রেখেছিলেন তাঁরা। অবশেষে ২০১৭ সালে ইতালিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে পরিণয় সূত্রে আবদ্ধ হন দুজন (Virat-Anushka)।

২০২১ সালের জানুয়ারিতে তাঁদের কন্যাসন্তান ভামিকার জন্ম হয়। আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁদের দ্বিতীয় সন্তান, ছেলে আকায়-এর আগমনে আরও পরিপূর্ণ হয়ে ওঠে তাঁদের সংসার।

সন্তানদের আগমনের পরই বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু থেকে কিছুটা সরে যান অনুষ্কা। আর বিরাট কোহলির ক্রিকেট ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেও দেখা যায় তিনি সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।

বর্তমানে তাঁরা লন্ডনে বসবাস করছেন, যেখানে তাঁদের উদ্দেশ্য একেবারে সাদামাটা ও স্বাভাবিক জীবনযাপন—যেখানে তারকাখ্যাতির প্রভাব কম থাকবে সন্তানদের ওপর।

অন্যদিকে, কাজের দিক থেকে অনুষ্কা শর্মা শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালের ছবি ‘জিরো’-তে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে। তারপর থেকে তিনি চলচ্চিত্র থেকে কিছুটা বিরতিতে রয়েছেন।

এই মুহূর্তে তাঁদের লন্ডনের প্রতিটি ভিডিও যেন অনুরাগীদের জন্য ভালোবাসায় ভরা এক প্রিয় উপহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts