নিজের সাহসী ফ্যাশন স্টেটমেন্ট আর অকপট মন্তব্যের জন্য চিরচেনা উরফি জাভেদ (Uorfi Javed) ফের একবার চমকে দিলেন সবাইকে। লিপ ফিলার গলিয়ে ফেলার পর মুখ ফুলে যাওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে যেখানে তিনি (Uorfi Javed) ভক্তদের উদ্বেগে ফেলে দিয়েছিলেন, সেখানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লির ইন্ডিয়া কৌচার উইক-এর এক ইভেন্টে স্বমহিমায় উপস্থিত হয়ে সকলকে চমকে দিলেন এই সোশ্যাল মিডিয়া সেনসেশন।
ইভেন্টে উরফিকে (Uorfi Javed) স্বাভাবিক, সুন্দর ও আত্মবিশ্বাসী লাগছিল। কেউ তাঁর মুখ নিয়ে প্রশ্ন করতেই, হাসতে হাসতে বললেন, “তবেই তো আমি এসেছি এখানে!”—মানে মুখ পুরো ঠিক না হলে তিনি এই গুরুত্বপূর্ণ ইভেন্টে পা রাখতেনই না।
এর আগের দিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে উরফি (Uorfi Javed) জানান, তিনি নিজের লিপ ফিলার গলিয়ে ফেলেছেন, কারণ তা ‘মিসপ্লেসড’ লাগছিল। ভিডিওতে তাঁর মুখে দৃশ্যমান ফোলাভাব ছিল, যা দেখে অনুরাগীরা চমকে ওঠেন। তবে উরফি আশ্বস্ত করেন, তিনি আবার ফিলার নেবেন, তবে এবার আরও প্রাকৃতিকভাবে এবং বিশ্বস্ত চিকিৎসকের হাতেই। তিনি (Uorfi Javed) কিছু নামী ক্লিনিকের পরিষেবা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন।
এই সাহসী পদক্ষেপের মধ্যেও উরফি প্রমাণ করলেন—নিজেকে নিয়ে খোলাখুলি কথা বলতেও ভয় পান না তিনি। বাস্তবতা ও গ্ল্যামারের এমন মিশেল বলিউডেও বিরল।
সম্প্রতি রিয়্যালিটি শো ‘The Traitors’-এ অংশ নিয়েছিলেন উরফি। সেখানেও তিনি বাজিমাত করেছেন। নিকিতা লুথারের সঙ্গে জুটি বেঁধে এই রিয়্যালিটি গেমেও জিতে নেন শিরোপা।