দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে অবস্থিত ম্যাকনেল স্টুডিওতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা (Tollywood)। বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎই আগুন লাগে এই স্টুডিওতে, যেখানে এই মুহূর্তে চলছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’-র শুটিং (Tollywood)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে কার্যত ছাই হয়ে গিয়েছে স্টুডিওর একাধিক শুটিং ফ্লোর। আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ে গোটা ইউনিটে (Tollywood)।
তবে এই দুর্ঘটনার মধ্যেও কিছুটা স্বস্তির খবর দিয়েছেন ধারাবাহিকটির অভিনেতা অভিষেক বীর শর্মা। তিনি (Tollywood) জানান, ‘‘আমাদের ইউনিটে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এদিন একটু তাড়াতাড়ি প্যাকআপ করে বেরিয়ে পড়েছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই খবর আসে স্টুডিওতে আগুন লেগেছে। ভাগ্যক্রমে সবাই নিরাপদে আছেন। তবে আমাদের ফ্লোর বেঁচে গেলেও স্টুডিওর অন্যান্য সেট একেবারে ছারখার হয়ে গিয়েছে।’’
এই ঘটনার জেরে শুক্রবারের শুটিং স্থগিত রাখা হয়েছে। তবে অভিষেক জানিয়েছেন, শনিবার থেকেই ফের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে ইউনিটের (Tollywood)। যদিও আগুনের ভয়াবহতায় অনেক সেট ভস্মীভূত হয়ে যাওয়ায় সেই সময়সূচি কতটা বজায় রাখা সম্ভব হবে, তা নিয়ে এখনো রয়েছে সংশয়।
উল্লেখ্য, বিষ্ণুপুরের এই ম্যাকনেল স্টুডিও এতদিন ধরে একাধিক জনপ্রিয় ধারাবাহিকের শুটিংয়ের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। ‘দুই শালিক’, ‘মালাবদল’-এর মতো সিরিয়ালগুলির পুরনো সেট এখনও ওই স্টুডিওতেই ছিল। প্রাথমিক খবর অনুযায়ী, এই পুরনো সেটগুলিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ব্রিগেডের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার পরেই জল্পনা আরও তীব্র হচ্ছে ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’কে ঘিরে। কারণ, ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে, শিগগিরই শেষ হতে পারে এই ধারাবাহিক। তার আগে এই অগ্নিকাণ্ড যেন আগুনের মতোই ছড়িয়ে দিল নতুন করে উত্তেজনা।