Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘দ্য বেঙ্গল ফাইলস’ কলকাতায় প্রথমবার—১৩ সেপ্টেম্বর জাতীয় গ্রন্থাগারে বিশেষ প্রদর্শনী!
বিনোদন

‘দ্য বেঙ্গল ফাইলস’ কলকাতায় প্রথমবার—১৩ সেপ্টেম্বর জাতীয় গ্রন্থাগারে বিশেষ প্রদর্শনী!

the bengal files
Email :1

৫ই সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পেয়েছে বিতর্কিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। কিন্তু পাঁচদিন কেটে গেলেও বাংলার কোনও প্রেক্ষাগৃহে এখনও পর্যন্ত ছবিটি দেখা যাচ্ছে না। অন্য রাজ্যের বিভিন্ন হলে সিনেমাটি চললেও, বাংলায় যেন অদৃশ্য কোনও বাধার মুখে পড়েছে (The Bengal Files)। বিজেপির দাবি, শাসকদল ইচ্ছে করেই ছবিটি বাংলায় রিলিজ করতে দিচ্ছে না।

এই পরিস্থিতিতে জানা গিয়েছে, আগামী ১৩ই সেপ্টেম্বর শনিবার কলকাতায় প্রথমবারের মতো ছবিটির (The Bengal Files) বিশেষ প্রদর্শনী হবে। আয়োজন করছে ‘খোলা হাওয়া’ নামে একটি এনজিও। প্রস্তুতিও এখন তুঙ্গে। তবে এই প্রদর্শনী সাধারণ মানুষের জন্য নয়—আমন্ত্রণপত্র যাদের কাছে থাকবে, শুধুমাত্র তারাই ঢুকতে পারবেন। শো অনুষ্ঠিত হবে জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে। বিকেল ৪টা থেকে শুরু হবে প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেত্রী পল্লবী যোশী (The Bengal Files)।

এদিকে, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছবিটিকে কটাক্ষ করেছেন। তাঁর কথায়, “ডবল ইঞ্জিন রাজ্যে মুক্তি পেলেও মানুষ দেখছে না। পরিচালক এখন কান্নাকাটি করছেন। যিনি কয়েকদিন আগেই বলেছিলেন অরিন্দম চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই! পরে আবার বলছেন অরিন্দম ঠাকুর। ভাগ্যিস অনুরাগ ঠাকুরকে রবীন্দ্রনাথের ছেলে বলেননি!”

অন্যদিকে, বিজেপি নেতা সজল ঘোষ সন্দেহ প্রকাশ করেছেন আদৌ প্রদর্শনী হবে কি না তা নিয়ে। তাঁর অভিযোগ, “ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু পুলিশ অনুমতি দেবে কি না তা নিয়ে সন্দেহ আছে। এই রাজ্যে আইন-কানুন বলে কিছু নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts