Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাসি খাবার, ওষুধ আর মৃত্যু—শেফালি জরিওয়ালার মৃত্যু কি দুর্ঘটনা না কিছু বেশি?
বিনোদন

বাসি খাবার, ওষুধ আর মৃত্যু—শেফালি জরিওয়ালার মৃত্যু কি দুর্ঘটনা না কিছু বেশি?

shefali jariwala q
Email :1

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালার (Shefali Jariwala) মৃত্যু ঘিরে ধোঁয়াশা আরও ঘন হচ্ছে। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, রক্তচাপ অত্যন্ত কমে যাওয়ায় আচমকাই জ্ঞান হারান শেফালি (Shefali Jariwala)। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান স্বামী পরাগ ত্যাগী। সেই সময় সঙ্গে ছিলেন শেফালির বাবা-মা ও বাড়ির পরিচারিকাও।

যদিও এখনও পর্যন্ত অভিনেত্রীর (Shefali Jariwala) ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট আসেনি, তবুও সূত্রের খবর, শেফালি (Shefali Jariwala) দীর্ঘদিন ধরে নিজে নিজেই নানা রকম ওষুধ খাচ্ছিলেন, যার মধ্যে ছিল বয়স আটকানোর ওষুধও। তদন্তে জানা গিয়েছে, মৃত্যুর দিন শেফালি বাসি খাবার খেয়েছিলেন এবং তারপরেই খেয়েছিলেন সেই ওষুধ।

মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্ত (Shefali Jariwala) হয় তাঁর। হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ, অতিরিক্ত বা অনিয়মিত ওষুধ খাওয়ার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল শেফালির, যার ফলেই মৃত্যু। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের নিশ্চিত ফল পেতে ভিসেরা ও রক্ত পরীক্ষার রিপোর্ট আসা জরুরি।

অন্যদিকে, পুলিশ ইতিমধ্যেই শেফালির স্বামী পরাগ ত্যাগীর বয়ান রেকর্ড করেছে। পরাগ জানিয়েছেন, তাঁদের সম্পর্ক ভালোই ছিল এবং একে অপরকে সম্মান করতেন তাঁরা। মে মাসেই অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন দু’জনে একটি স্টেজ শো করতে।

shefali
শেফালি জরিওয়ালা

তিনি আরও জানান, শেফালি শারীরিকভাবে ফিট ছিলেন, তবে বেশ কিছু ওষুধ নিজে থেকেই খেতেন, চিকিৎসকের পরামর্শ ছাড়াই।

মাত্র ৪২ বছর বয়সেই নিভে গেল এক বলিউড মুখ, যিনি ‘কাঁটা লাগা’ রিমিক্স গান দিয়ে রাতারাতি ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিলেন।

গত ২৭ জুন সকালে তাঁকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সকাল ১১টা ১৫ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ রাত ১টার সময় ঘটনার খবর পায় এবং এরপরই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts