Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • এক মাসে তিন ছবি! এবার রহস্যের ময়দানে ফের বাজিমাত করতে আসছেন ঋতুপর্ণা, ঘোষণা হতেই উত্তেজনা তুঙ্গে!
বিনোদন

এক মাসে তিন ছবি! এবার রহস্যের ময়দানে ফের বাজিমাত করতে আসছেন ঋতুপর্ণা, ঘোষণা হতেই উত্তেজনা তুঙ্গে!

rituparna sengupta q
Email :4

শশব্যস্ত ঋতুপর্ণা সেনগুপ্ত যেন এখন টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের (Rituparna Sengupta) একজন। একের পর এক ছবি, নানা চরিত্রে রূপান্তর, আর দর্শকদের তাক লাগানো অভিনয়—সবমিলিয়ে ফের লাইমলাইটে তিনি। বর্তমানে অরিন্দম শীলের পরিচালনায় ‘কর্পূর’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী (Rituparna Sengupta) । সদ্য শেষ হয়েছে ‘বেলা দে’র জীবনভিত্তিক ছবির শুটিং। সেই ছবিতে ঋতুপর্ণার লুক ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে সিনে মহলে।

পয়লা বৈশাখে মুক্তি পেয়েছিল ‘পুরাতন’, এরপর ৪ জুলাই বড়পর্দায় পা রেখেছিল রহস্য-রোমাঞ্চে মোড়া ‘ম্যাডাম সেনগুপ্ত’ (Rituparna Sengupta) । আর শুক্রবার, ২৫ জুলাই আরও একটি চমক—রিলিজ করল ঋতুপর্ণা-ইন্দ্রনীল জুটি অভিনীত নতুন ছবি ‘গুডবাই মাউন্টেন’। একই মাসে তিন-তিনটি ছবির মুক্তি, আর প্রত্যেকটিতেই নিজের অভিনয়ের দাপট দেখিয়ে চলেছেন অভিনেত্রী (Rituparna Sengupta) ।

এই আবহেই এল সবচেয়ে বড় ঘোষণা—ফের আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্ব! শুক্রবার দেশের বিভিন্ন শহরে ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবির নতুন রিলিজ উপলক্ষে উদযাপন চলাকালীন প্রযোজনা সংস্থা নন্দী মুভিসের তরফে ঘোষণা করা হয় এই খবরে। একইসঙ্গে উদ্বোধন হয় সংস্থার নতুন অফিস। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রযোজক অশোক ধানুকা এবং অভিনেতা-প্রযোজক জিৎ।

রহস্যে ঘেরা প্রথম ছবির সাফল্যের রেশ এখনো কাটেনি দর্শকদের মনে। তার মধ্যেই দ্বিতীয় অধ্যায়ের ঘোষণা ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। জানা গিয়েছে, দ্বিতীয় ছবির কাহিনির সঙ্গে প্রথমটির অন্তর্ধান রহস্যের সরাসরি কোনো যোগ নেই। তবে আগের ছবির মতো এই পর্বেও থাকবে চমক, থাকবে রহস্য, থাকবে থ্রিলার ঘরানার মোচড়।

পরিচালক সায়ন্তন ঘোষাল এর আগেও জানিয়েছিলেন, ‘ম্যাডাম সেনগুপ্ত’-র গল্প শেষ হওয়ার সময় থেকেই তাঁর পরবর্তী পরিকল্পনা তৈরি ছিল। এবার সেই পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা ঘিরেই টলিপাড়ায় ফের গুঞ্জন শুরু হয়েছে। যদিও কৌশিক সেন বা রাহুল বোস দ্বিতীয় ছবিতে থাকবেন কিনা, সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেননি নির্মাতারা।

তবে এক বিষয় নিশ্চিত—ঋতুপর্ণা সেনগুপ্তই থাকছেন গোটা ফ্র্যাঞ্চাইজির মূল চালিকা শক্তি হিসেবে। নতুন ছবিতে কোন রহস্যের জাল গড়েন তিনি, কোন শহরে ছুটে যান, কার মুখোশ খুলে পড়ে—সবকিছু জানতে এখন দর্শকদের অপেক্ষা দ্বিতীয় অধ্যায়ের মুক্তি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts