Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • চুমুর সময় নায়িকার মুখে ভয়ঙ্কর গন্ধ! লুকিয়ে রাখা ইমরান হাসমির কাহিনি
বিনোদন

চুমুর সময় নায়িকার মুখে ভয়ঙ্কর গন্ধ! লুকিয়ে রাখা ইমরান হাসমির কাহিনি

emraan hashmi
Email :1

ইমরান হাসমি (Emraan Hashmi) বলিউডে “সিরিয়াল কিসার” নামে পরিচিত। তাঁর ছবিতে চুমুর দৃশ্য প্রায় অবিচ্ছেদ্য অংশ। বহু ছবিতে তিনি নানা অভিনেত্রীর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন। কিছু অভিজ্ঞতা সুন্দর হলেও, কিছু অভিজ্ঞতা তাঁর জন্য একেবারেই সুখকর ছিল না।

ইমরান (Emraan Hashmi) নিজেই একবার জানিয়েছেন, এক ছবির শুটিংয়ে তাঁকে এক অভিনেত্রীর সঙ্গে চুমুর দৃশ্য করতে হয়েছিল, কিন্তু সেই অভিনেত্রীর মুখ থেকে তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল। শুটিং সেটে লাইট, ক্যামেরা, অ্যাকশনের মধ্যে কোনও কিছু বদলানোর উপায় ছিল না। অগত্যা দাঁত চেপে দৃশ্যটি সম্পূর্ণ করেন ইমরান (Emraan Hashmi)। তবে তিনি কখনও প্রকাশ্যে সেই অভিনেত্রীর নাম জানাননি। সংবাদমাধ্যম বারবার জানতে চাইলেও তিনি বিষয়টি গোপন রেখেছেন।

অভিনেতা  স্বীকার করেছেন, তাঁর সেরা চুমুর অভিজ্ঞতা ছিল মল্লিকা শেরাওয়াতের সঙ্গে ভিগে হোঁট তেরে গানে। সেই গান আজও দর্শকদের মনে ঝড় তোলে।

সময়ের সঙ্গে ইমরানের ছবির ধরণেও পরিবর্তন এসেছে। এখন তিনি ভিন্নধারার চিত্রনাট্যে মন দিচ্ছেন। সম্প্রতি এক ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন। তাঁর ভক্তরা এখন অপেক্ষা করছেন, পরের ছবিতে তিনি কী নতুন চমক দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts