Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • রাজনৈতিক নেতার সঙ্গে সেক্স চ্যাট! বিপাশা বসুর অডিও নতুন করে ভাইরাল
বিনোদন

রাজনৈতিক নেতার সঙ্গে সেক্স চ্যাট! বিপাশা বসুর অডিও নতুন করে ভাইরাল

biapasha
Email :2

বিপাশা বসু (Bipasha Basu) বরাবরই বলিউডের আলোচিত অভিনেত্রী। কখনও তাঁর গ্ল্যামার, কখনও সম্পর্ক ও বিচ্ছেদ, আবার কখনও নতুন করে সংসার পাতার খবর—সবসময়ই তিনি থেকেছেন চর্চার কেন্দ্রে। জীবনে একাধিক বিতর্কও তাঁকে ঘিরে হয়েছে। কখনও চুমুর দৃশ্য নিয়ে, কখনও রাতভোর পার্টি করে শিরোনামে উঠে এসেছেন তিনি।

২০০৬ সালে এক বড় বিতর্ক তৈরি হয়, যখন রাজনীতিবিদ অমর সিং-এর সঙ্গে একটি কথিত ‘সেক্স চ্যাট’-এর অডিও ক্লিপ ভাইরাল হয় (Bipasha Basu)। অডিওতে থাকা মহিলা কণ্ঠস্বরকে অনেকেই বিপাশা বসুর বলে মনে করেছিলেন। যদিও বিপাশা একাধিকবার স্পষ্ট করে জানিয়েছিলেন, ওই কণ্ঠস্বর তাঁর নয়।

অডিওতে একটি বাক্য বিশেষভাবে সাড়া ফেলে—মহিলা কণ্ঠস্বর বলতে শোনা যায়, “age matters between the legs” (বয়স নির্ভর করে যৌনক্ষমতার ওপর)। এই মন্তব্যে নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছিলেন। পরে অমর সিং স্বীকার করেন, পুরুষ কণ্ঠস্বর তাঁরই, তবে মহিলা কণ্ঠস্বর বিপাশার নয়। যদিও আজও কিছু মানুষ বিশ্বাস করেন, সেই অডিওতে বিপাশাই ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts