Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ‘রঘু ডাকাত’-এর পোস্টার দেখেই উত্তাল সোশ্যাল মিডিয়া—এ কি দেবের কেরিয়ারের সেরা চরিত্র?
বিনোদন

‘রঘু ডাকাত’-এর পোস্টার দেখেই উত্তাল সোশ্যাল মিডিয়া—এ কি দেবের কেরিয়ারের সেরা চরিত্র?

raghu dakat
Email :3

টলিউডের সুপারস্টার দেব (Dev) এখন কেরিয়ারের সেরা সময় পার করছেন। একের পর এক বড় প্রজেক্টে ব্যস্ত তিনি। আগামী বৃহস্পতিবার, ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে দেবের (Dev) বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। এরই মধ্যে পুজোয় আসছে দেবের আরেকটি বড় ছবি ‘রঘু ডাকাত’, যা এসভিএফের সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি। এই ছবির প্রচারও চলছে সমানতালে।

বৃহস্পতিবার সকালেই মুক্তি পেয়েছে ‘রঘু ডাকাত’-এর অফিসিয়াল পোস্টার। সেখানে দেখা গেছে যুদ্ধ সাজে সজ্জিত দেবকে (Dev) —সাদা ঘোড়ার পিঠে বসে, কপালে লাল তিলক, কোমরে লাল কাপড় বাতাসে উড়ছে, হাতে উঁচিয়ে ধরা তরবারি। পোস্টার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস উপচে পড়েছে। অনেকে বলছেন, এবার দেবকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখতে চলেছেন তারা।

এদিকে, ‘ধূমকেতু’-র মুক্তি উপলক্ষে দেব (Dev) -শুভশ্রী অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সেই ছবির সঙ্গে একই দিনে প্রেক্ষাগৃহে বড়পর্দায় দেখানো হবে ‘রঘু ডাকাত’-এর টিজার। ফলে দর্শকদের কাছে এটি বাড়তি চমক। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও দেবের এই জুটি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

প্রসঙ্গত, বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’-এর প্রথম লুক ভাইরাল হয়েছিল—সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ আর চোখে ভয়ঙ্কর দৃষ্টি। সেই থেকে ছবিটি নিয়ে কৌতূহল তুঙ্গে। এবার অফিসিয়াল পোস্টার প্রকাশের পর অপেক্ষা আরও বেড়ে গেছে। তবে পুরো ছবি দেখার আগে আপাতত দর্শকদের মন ভরাতে হবে এই টিজার দিয়েই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts