Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ঘুম ভাঙল এশিয়ার যুদ্ধঘণ্টায়! থাইল্যান্ড কম্বোডিয়ায় বোমাবর্ষণ শুরু, মৃত ৬, আতঙ্কে বাঙ্কারে হাজারো মানুষ!
বিদেশ

ঘুম ভাঙল এশিয়ার যুদ্ধঘণ্টায়! থাইল্যান্ড কম্বোডিয়ায় বোমাবর্ষণ শুরু, মৃত ৬, আতঙ্কে বাঙ্কারে হাজারো মানুষ!

thailand cambodia
Email :6

দক্ষিণ-পূর্ব এশিয়ার আকাশে যেন ফের ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার (Thailand Cambodia) মধ্যে সীমান্ত বিবাদ আচমকাই ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই সীমান্তে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘাত। ইতিমধ্যেই একাধিক রকেট হামলা, বিমানবোমা ও পাল্টা গুলি চালানোর ঘটনায় প্রাণ গিয়েছে সাধারণ নাগরিক ও সেনাদের। দুই দেশের সেনাই কার্যত যুদ্ধ পরিস্থিতিতে মুখোমুখি(Thailand Cambodia)।

কম্বোডিয়ার বিরুদ্ধে বিমানহানার দাবি করেছে থাই সেনা। তারা জানিয়েছে, ছ’টি এফ-১৬ যুদ্ধবিমান সীমান্তে মোতায়েন করা হয়েছে এবং একটি বিমান কম্বোডিয়ার সেনাঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। এই হামলার সত্যতা স্বীকার করে নিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান মানেত। (Thailand Cambodia) পাল্টা অভিযোগে কম্বোডিয়ার সেনা জানিয়েছে, তাদের এলাকায় প্রথম গুলি চালিয়েছে থাই সেনাই।

তীব্র সংঘর্ষে ইতিমধ্যেই দু’জন থাই নাগরিক নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন (Thailand Cambodia)। আবার, থাই হামলায় কম্বোডিয়ার একজন সেনার মৃত্যুর খবর মিলেছে। রকেট হামলায় প্রাণ গিয়েছে এক নিরীহ গ্রামবাসীরও। আতঙ্কে সীমান্ত লাগোয়া হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ বাঙ্কারে।

এই সংঘাতের কেন্দ্রে রয়েছে বিতর্কিত “এমারেন্ড ট্রায়াঙ্গেল” অঞ্চল—যেখানে প্রাচীন মন্দির, ঐতিহাসিক সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের জন্য দীর্ঘদিন ধরেই মালিকানা দাবি করে আসছে দুই দেশ। ২০০৮ সালেও এই অঞ্চল নিয়ে সামরিক সংঘাতে জড়িয়েছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া।

দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও এখন সর্বনিম্নে। ব্যাঙ্কক থেকে নিজেদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিয়েছে কম্বোডিয়া। পাল্টা থাইল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করেছে নম পেন। পর্যটন নিষেধাজ্ঞা জারি হয়েছে দুই দেশেই—থাই পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কম্বোডিয়া এবং থাইল্যান্ড বন্ধ করেছে কম্বোডিয়ান পর্যটনের রাস্তা।

‘ওটাওয়া চুক্তি’ লঙ্ঘনের অভিযোগে ক্ষুব্ধ থাই সরকার। তারা দাবি করেছে, কম্বোডিয়া সীমান্তে লাগাতার আগ্রাসন চালাচ্ছে এবং নিষিদ্ধ মাইন ব্যবহার করছে। অন্যদিকে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। তার অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই থাইল্যান্ড ‘অমানবিক হামলা’ চালিয়েছে।

এই পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ও উদ্বেগ। কূটনৈতিক মহল মনে করছে, বিষয়টি দ্রুত সামাল না দিলে তা বৃহত্তর আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts