Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নেপালের জেল ভেঙে পালাল ১৫ হাজার কয়েদি! ভারতে ঢুকতে গিয়ে গ্রেফতার
বিদেশ

নেপালের জেল ভেঙে পালাল ১৫ হাজার কয়েদি! ভারতে ঢুকতে গিয়ে গ্রেফতার

nepal violence
Email :13

নেপালে (Nepal) বিদ্রোহের আগুন জ্বলছে। বিক্ষোভ ও অশান্তির মধ্যে লুটতরাজ, ব্যাঙ্ক ডাকাতি ও শিল্পপতি ও নেতাদের বাড়িতে হামলার খবর মিলছে। সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো, নেপালের (Nepal) বিভিন্ন কারাগার থেকে প্রায় ১৫ হাজার দাগি কয়েদি পালিয়েছে। এর মধ্যে কিছু অপরাধী এবার ভারতের দিকে প্রবেশের চেষ্টা করছে। বুধবারই উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা নেপালের কারাগার থেকে পালিয়ে ভারতে ঢুকতে চেয়েছিল (Nepal)।

যেসব কারাগার থেকে কয়েদিরা পালিয়েছে তার মধ্যে রয়েছে কাঠমান্ডুর (Nepal) দিল্লিবাজার কারাগার, চিতওয়ান, নখু, ঝুমকা এবং জলেশ্বর। এ ছাড়াও, নাবালক সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করায় সেনা গুলি চালিয়েছে, যার ফলে অন্তত ৫ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নৌবস্তা জেলের প্রধান জলন্ধর মুসাল জানিয়েছেন, কিশোর কয়েদিরা গেট ভেঙে পালানোর চেষ্টা করায় গুলি চালানো হয়।

দেশে এই সময়ে সেনা মাঠে নেমেছে। বিকেল ৫টা থেকে পুরো নেপালে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে জনজীবন অচল।

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। সম্প্রতি দেশটিতে ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। সোমবার এই ক্ষোভের প্রকাশ ঘটে রাস্তায়; তাঁরা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখান। মঙ্গলবার আন্দোলনের তেজ আরও বাড়ে। জনরোষের মুখে পড়ে অবশেষে ওলি ইস্তফা দেন। তবে এখনো পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি, বিভিন্ন জেলায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts