Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • চুম্বনে সিল প্রেমের গুঞ্জনে! জাস্টিন ট্রুডো-কেটি পেরির অন্তরঙ্গ ছবি ভাইরাল
বিদেশ

চুম্বনে সিল প্রেমের গুঞ্জনে! জাস্টিন ট্রুডো-কেটি পেরির অন্তরঙ্গ ছবি ভাইরাল

Justin Trudeau
Email :10

বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ও পপ তারকা কেটি পেরির অন্তরঙ্গ মুহূর্তের ছবি। একটি ইয়টে তাঁদের চুম্বনরত অবস্থায় ধরা পড়েছে ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সেই ছবি। প্রশ্ন উঠছে— তাহলে কি সত্যিই প্রেম করছেন এই দুই তারকা?

সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় ছুটি কাটাতে গিয়েই ধরা পড়ে এই দৃশ্য (Justin Trudeau)। কালো সুইমস্যুটে কেটি পেরি আর শার্টলেস ট্রুডো (Justin Trudeau)— রোদের আলোয় একে অপরকে জড়িয়ে রয়েছেন। তাঁদের হাসিমুখ, ঘনিষ্ঠ আলিঙ্গন, আর চুম্বনের ছবি এখন নেটদুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়।

এই জুটির সম্পর্ক নিয়ে জল্পনা নতুন নয়। কয়েক মাস আগে, জুলাই মাসে, কানাডার মন্ট্রিয়লের এক রেস্তরাঁয় একসঙ্গে ডিনার সারতে দেখা গিয়েছিল তাঁদের। তখন থেকেই গসিপের বাজার গরম। কেউ বলেছিলেন “নতুন বন্ধুত্ব”, কেউ বা সরাসরি প্রেমের ইঙ্গিত দেখেছিলেন। পরে জাস্টিন ট্রুডো কেটির এক কনসার্টেও হাজির হন, যা আরও বাড়ায় কৌতূহল।

উল্লেখ্য, ট্রুডো (Justin Trudeau) তাঁর স্ত্রী সোফির সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন দুই বছর আগে। তাঁদের তিন সন্তান রয়েছে। অন্যদিকে, কেটি পেরিরও অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙেছে কিছু মাস আগে। তাঁদের এক কন্যাসন্তানও আছে।

জুন মাসে বিচ্ছেদের পর থেকেই কেটি ছিলেন আলোচনায়, আর জুলাইতে ট্রুডোর সঙ্গে তাঁর নাম জড়ানো শুরু হয়। প্রথমদিকে যদিও শোনা গিয়েছিল, ডিনারের খবর প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছিলেন ট্রুডো, এমনকি সম্পর্ক ভেঙে দেওয়ার কথাও নাকি ভাবছিলেন তিনি। কিন্তু তেমন কিছুই হয়নি— বরং নতুন করে কাছাকাছি এসেছেন দু’জনে।

নিন্দুকদের মুখে ছাই দিয়ে এখন তাঁরা দিব্যি একসঙ্গে সময় কাটাচ্ছেন। তবে এখনও পর্যন্ত কেটি পেরি বা জাস্টিন ট্রুডোর কেউই এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts