ভারতের কৃষিক্ষেত্রে মার্কিন প্রভাব বাড়ানোর চেষ্টা আটকে দিল কেন্দ্রীয় সরকার (Donald Trump)। বহুদিন ধরে চলা বাণিজ্য–আলোচনা থমকে গেছে। আর সেই পরিস্থিতিতেই ঘুরপথে ভারতের বিরুদ্ধে চাপ বাড়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ তুলেছেন, ভারতের সস্তা চাল আমেরিকার বাজারে ঢুকে পড়ায় বিপাকে পড়ছেন মার্কিন কৃষকেরা। তাই প্রয়োজনে ভারতীয় চালের উপর আরও শুল্ক চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প (Donald Trump)।
সোমবার মার্কিন কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ট্রাম্প (Donald Trump) বলেন, ভারতের মতো দেশ কম দামে কৃষিপণ্য রপ্তানি করে আমেরিকার বাজারে ‘ডাম্পিং’ করছে। এতে মার্কিন কৃষকরা প্রতিযোগিতায় টিকতে পারছেন না। তাই আমেরিকার বাজারে ভারতীয় চাল সহজে ঢুকতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প স্পষ্টভাবে জানান, প্রয়োজন হলে আমেরিকা ভারতীয় চালের উপর কড়া শুল্ক আরোপ করবে।
কূটনৈতিক মহলের একাংশের মতে, এর পিছনে বড় কর্পোরেট (Donald Trump) স্বার্থ রয়েছে। বহু বছর ধরে মার্কিন ব্যবসায়ীরা ভারতের কৃষিক্ষেত্রে প্রবেশের সুযোগ খুঁজছে। কিন্তু ভারতের কৃষি বাজারে টিকে থাকা সহজ নয়। কারণ ভারত সরকার ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র মাধ্যমে কৃষকদের বড় ভর্তুকি দেয়। ফলে কৃষিপণ্যের উৎপাদন খরচ অনেক কমে যায় এবং আন্তর্জাতিক বাজারেও ভারতের পণ্য প্রতিযোগিতায় এগিয়ে থাকে (Donald Trump)।
এই ভর্তুকি কমানোর জন্য বহুবার বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-র মাধ্যমে আমেরিকা চাপ তৈরি করলেও ভারত সরকার সেই দাবি মানেনি। ভারতের বক্তব্য, এই ভর্তুকি দরিদ্র কৃষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, আর উন্নত দেশগুলিই বরং কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি ভর্তুকি দেয়।
ফলে ভারতের কৃষি বাজারে আমেরিকার প্রবেশ সহজ নয়। এই কারণেই মার্কিন চাপে বহুদিন ধরে ঝুলে রয়েছে ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি। তার মধ্যেই মার্কিন কৃষকদের ক্ষতির অভিযোগ তুলে এবার সরাসরি ভারতের বিরুদ্ধে ‘ভাতের লড়াই’ শুরু করেছেন ট্রাম্প।










