ডান হাতে ব্যান্ডেজ—গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রায় সব ছবি এই দৃশ্যেই ভরা। আর তা ঘিরেই জোর জল্পনা আমেরিকায়। খুব শিগগিরই ৮০ বছরে পা দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। এই বয়সে তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে নানা প্রশ্ন উঠতেই হোয়াইট হাউসের তরফে ব্যাখ্যা দেওয়া হল।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প (Donald Trump) প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে দেখা করেন, হাত মেলান। এই টানা করমর্দনের কারণেই তাঁর হাতে ব্যান্ডেজ বাঁধা হয়েছে। পাশাপাশি আরও একটি কারণও জানান তিনি। বলেন, ট্রাম্প নিয়মিত অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান, সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর হাতে-পায়ে অনেক সময় কালশিটে দাগ পড়ে। তাঁদের মেডিক্যাল রিপোর্টেও আগেই তা উল্লেখ করা ছিল।
নির্বাচনের সময় জো বাইডেনকে ‘বৃদ্ধ’ বলে বারবার কটাক্ষ করেছিলেন ট্রাম্প। দাবি করেছিলেন, আমেরিকা চালানোর মতো শারীরিক ক্ষমতা বাইডেনের আর নেই। এবার নিজেরই শরীর নিয়ে চর্চা শুরু হতেই অনেকেই তুলনা করছেন সেই মন্তব্যের সঙ্গে।
বুধবার সুদের হার নিয়ে কথা বলার সময় ট্রাম্পকে কয়েকবার খেই হারাতে দেখা যায়। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁর মানসিক-শারীরিক অবস্থায় প্রশ্ন ওঠে। আর তার পরেই ডান হাতে থাকা ব্যান্ডেজ নতুন করে সন্দেহ বাড়িয়েছে।












