Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • দিল্লির রাস্তায় পোস্টার পড়ল “ওয়ান্টেড নেতানিয়াহু”! বেলজিয়াম দূতাবাস কর্মীর কাণ্ডে কঠোর ভারত
বিদেশ

দিল্লির রাস্তায় পোস্টার পড়ল “ওয়ান্টেড নেতানিয়াহু”! বেলজিয়াম দূতাবাস কর্মীর কাণ্ডে কঠোর ভারত

Email :103

নয়াদিল্লির চাণক্যপুরী এলাকায় সম্প্রতি দেখা গেছে এমন কিছু পোস্টার (Belgian Embassy) , যেখানে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি দিয়ে বড় করে লেখা ‘WANTED’। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং প্রশাসনের নজর কাড়ে।

জানা গেছে, এই পোস্টারগুলো দিল্লির হাই-সিকিউরিটি কূটনৈতিক (Belgian Embassy) এলাকায় কমপক্ষে দুইটি বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ যাকে চিহ্নিত করেছে, তিনি একজন বিদেশি নাগরিক এবং বেলজিয়াম দূতাবাসে (Belgian Embassy) কর্মরত।

দিল্লি পুলিশের তদন্তে দেখা গেছে, একজন ব্যক্তি নীল শার্ট ও কালো ট্রাউজার পরে সকাল সাড়ে ৫টার দিকে বাইসাইকেলে এসে পোস্টার লাগান এবং সর্দার পটেল মার্গে একটি ফ্ল্যাটে ফিরে যান। পরে পুলিশ সেই ফ্ল্যাটে পৌঁছে নিশ্চিত হয় যে ওই ব্যক্তি একজন কূটনৈতিক কর্মী।

এই ব্যক্তি কূটনৈতিক সুরক্ষার আওতায় থাকায় দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করতে পারেনি। তবে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এবং সেখানে থেকে বিদেশ মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং বেলজিয়াম সরকারের সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা করবে।

উল্লেখ্য, বেলজিয়াম সরকার আগেও গাজায় ইজরায়েলের সামরিক অভিযান নিয়ে কড়া সমালোচনা করেছে। ২০২৩ সালে গাজা যুদ্ধ থামাতে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবে তারা ভোট দিয়ে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। একদিকে ভারতের কূটনৈতিক মর্যাদার প্রশ্ন, অন্যদিকে গাজা সংঘর্ষ নিয়ে বিশ্ব রাজনীতির অদৃশ্য চাপ — এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে দিল্লির পোস্টার কাণ্ড এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts