বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিনক্ষণ অবশেষে ঘোষণা করা হল (Bangladesh)। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস জানিয়েছিলেন, রমজানের আগেই ভোটের কাজ শেষ হয়ে যাবে। সেই প্রতিশ্রুতিকে সামনে রেখেই বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়ে দেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এক দফাতেই সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ (Bangladesh)।
নির্বাচনের (Bangladesh) জন্য মনোনয়ন দাখিল করা যাবে ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। কোন কোন মনোনয়ন গ্রহণ করা হল, কোনটি প্রত্যাহার হল—তা প্রকাশ করা হবে ২০ জানুয়ারি। পরের দিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রচারপর্ব।
এবার একটি বড় পরিবর্তন থাকছে। জাতীয় নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে দেশের প্রথম গণভোট। নির্বাচনের জন্য থাকবে সাদা ব্যালটপেপার, আর গণভোটের জন্য গোলাপি ব্যালট। দু’টিই একসঙ্গে পরিচালনা করবে নির্বাচন কমিশন।
নির্বাচন ও গণভোটের এই ঘোষণা স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী-সমতুল্য ভূমিকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তাঁর বক্তব্য, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা নতুন অধ্যায়ে প্রবেশ করল। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতার সঙ্গে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে।













