Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • মাত্র এক ব্যাকফ্লিপেই মৃত্যু! নতুন বাড়ি, নতুন জীবন আর শুরুই হলো না… কী ঘটেছিল সেদিন?
বিদেশ

মাত্র এক ব্যাকফ্লিপেই মৃত্যু! নতুন বাড়ি, নতুন জীবন আর শুরুই হলো না… কী ঘটেছিল সেদিন?

australia teenager
Email :2

অস্ট্রেলিয়ায় (Australia) এক অশ্রুসিক্ত ঘটনা ঘিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ১৮ বছর বয়সে প্রাণ হারালেন সনির ব্লান্ডেল নামের এক তরুণ, একটি ব্যাকফ্লিপ করার সময় মাথায় গুরুতর আঘাত লাগার ফলে। নিজের নতুন ফ্ল্যাটে আনন্দের মুহূর্ত উদযাপন করতে গিয়ে ঘটে গেল এই হৃদয়বিদারক দুর্ঘটনা (Australia)।

ঘটনাটি ঘটে ২৪ জুন, অস্ট্রেলিয়ার (Australia) কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের সাউথপোর্ট এলাকায়। নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্ট থেকে সদ্য স্থানান্তরিত হয়ে সনি সেখানে একটি নতুন জীবন শুরু করতে গিয়েছিলেন তাঁর প্রেমিকার সঙ্গে। সেখানে একটি ভালো পারিশ্রমিকের কনক্রিটিং কাজও পেয়ে গিয়েছিলেন (Australia)।

তাঁর বোন ইজাবেলা ক্রোম্যাক-হে এক সংবাদমাধ্যমকে জানান, সনি ঘটনার ঠিক আগে তাঁকে ফেসটাইম করেছিলেন (Australia)। খুশিতে ভরপুর ছিলেন তিনি। নিজের নতুন জীবন শুরু করতে পেরে দারুণ উচ্ছ্বসিত ছিলেন সনি।

কিন্তু সেই আনন্দই মুহূর্তে পরিণত হয় মর্মান্তিকতায়। লিভিং রুমে একটি ব্যাকফ্লিপ দেওয়ার সময় তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তিনি মাথাব্যথা নিয়ে শুয়ে পড়েন।

রাতের মাঝামাঝি সনি বাথরুমে গিয়ে বমি করেন এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। পরদিন সকালে তাঁর বন্ধু তাঁকে অচেতন অবস্থায় খুঁজে পান।

তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে জানা যায় তিনি একাধিক স্ট্রোক ও মস্তিষ্কে রক্তক্ষরণে ভুগছেন। জরুরি অস্ত্রোপচারও করা হয়।

সামাজিক মাধ্যমে সনির বোন লেখেন, ‘‘হাসপাতালে প্রথম ২৪ ঘণ্টা ছিল অত্যন্ত সংকটপূর্ণ। একাধিক স্ট্রোক ও আরও একবার রক্তক্ষরণের কারণে তাঁর মস্তিষ্কে ড্রেন বসাতে হয়েছিল।’’

তিনি আরও লেখেন, ‘‘আমরা জানি না সনি এই লড়াই জিততে পারবে কি না, কিন্তু সে তার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছিল। আমাদের প্রার্থনা ছিল কেবলই সে যেন সুস্থ হয়ে ফিরে আসে।’’

কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শেষপর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গেলেন সনি ব্লান্ডেল—একটি ছোট্ট ব্যাকফ্লিপের আনন্দ মুহূর্তেই যেন বদলে গেল অপূরণীয় বিষাদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts