রাজনৈতিক বিতর্ক, চাপানউতোর এবং অস্থিরতার আবহেই বিহারে জাতীয় নির্বাচন কমিশন শেষ করল SIR প্রক্রিয়ার প্রথম ধাপ (Voter List)। আর সেই প্রক্রিয়া শেষে প্রকাশ্যে এল এক চমকপ্রদ তথ্য। কমিশনের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অন্তত ৬৪ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে (Voter List)। তার সঙ্গে রয়েছে আরও বড়সড় ধাক্কা—প্রায় ১.২ লক্ষ ভোটারের ভাগ্য এখনও অনিশ্চিত, কারণ তাঁরা সময়মতো জমা দেননি এনুমারেশন ফর্ম। স্বাভাবিকভাবেই বিহার রাজনীতিতে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোরদার বিতর্ক এবং উত্তেজনা (Voter List)।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, বাদ পড়া ভোটারদের মধ্যে প্রায় ২২ লক্ষের নাম তালিকা থেকে কাটা হয়েছে মৃত্যুর কারণে। প্রায় ৭ লক্ষ ভোটার একাধিক জায়গায় নাম নথিভুক্ত করে রেখেছিলেন, ফলে তাঁদের নামও বাতিল হয়েছে। আরও বিস্ময়কর তথ্য, প্রায় ৩৫ লক্ষ ভোটার হয়তো স্থানান্তরিত হয়েছেন বা তাঁদের দেওয়া ঠিকানায় গিয়ে কোনও খোঁজই মেলেনি, বলছে কমিশন।
প্রতিটি ভোটারের তথ্য যাচাই করার জন্য নির্বাচন কমিশন সরাসরি তাঁদের কাছে পাঠিয়েছিল এনুমারেশন ফর্ম (Voter List)। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেও হয়েছিল একাধিক দফার বৈঠক। সব পক্ষকে সচেতন করা হয়েছিল যাতে কোনও প্রকৃত ভোটার বাদ না পড়েন। তার পরেও এত বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় তীব্র প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের প্রক্রিয়া নিয়ে ।
সবচেয়ে আতঙ্কের বিষয়, যারা এখনও ফর্ম জমা দেননি সেই ১.২ লক্ষ ভোটার কীভাবে তালিকায় থাকবেন, তা নিয়েও তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা (Voter List)। আগামী ১ আগস্ট প্রকাশিত হতে চলেছে সংশোধিত ভোটার তালিকার খসড়া। সেই তালিকা ঘিরে রাজ্যজুড়ে আরও রাজনৈতিক চাঞ্চল্যের আশঙ্কা তৈরি হয়েছে।