উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশাম্বি জেলায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। একটি গোটা পরিবারকে বিষ খাইয়ে খুনের পরিকল্পনা করে নিজের হাতে রান্নার আটায় মিশিয়ে দিয়েছিলেন ভয়ঙ্কর বিষ। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সবাই। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গৃহবধূ এবং তার বাবাকে (Uttar Pradesh)।
এই ঘটনা ঘটেছে মালকিয়া বাজহা খুররম গ্রামে (Uttar Pradesh)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রিজেশ কুমারের স্ত্রী মালতী দেবী তাঁর নিজের বাবার সঙ্গে মিলে পরিকল্পনা করেছিলেন পরিবারের আটজন সদস্যকে একসঙ্গে শেষ করে দেওয়ার। কারণ? গৃহকলহ।
মালতীর সঙ্গে তাঁর ভাসুরের স্ত্রী মঞ্জু দেবীর সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল (Uttar Pradesh)। সেই ঝামেলার জেরেই মালতী নাকি মানসিকভাবে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে একেবারে পরিবারের সবাইকে বিষ মিশিয়ে মারার সিদ্ধান্ত নিয়ে ফেলেন (Uttar Pradesh)।
মঞ্জু দেবী যখন প্রতিদিনের মতো রান্না করতে যান, তখন তিনি আটার মধ্যে এক অদ্ভুত ও তীব্র দুর্গন্ধ পান। সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে পরিবারকে ডাকেন। সকলকে বিষয়টি জানান এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে (Uttar Pradesh)। এরপর পরিবারের লোকেরা মালতীকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেই স্বীকার করে নেয় যে, আটায় সে ‘সালফোস’ (অ্যালুমিনিয়াম ফসফাইড) নামের এক বিষাক্ত রাসায়নিক মিশিয়ে রেখেছিল।
মালতী পুলিশকে জানায়, দিনের পর দিন মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু হয়। অভিযুক্ত মালতী দেবী এবং তাঁর বাবাকে গ্রেফতার করে জেরা শুরু করেছে পুলিশ।
কৌশাম্বির কারারি থানার পুলিশ আধিকারিক রাজেশ সিং জানিয়েছেন, ‘‘কারারি থানা এলাকায় মালকিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এক মহিলা আটায় বিষ মিশিয়ে গোটা পরিবারকে শেষ করতে চেয়েছিল। তবে দুর্গন্ধ বের হতেই বিষয়টি ধরা পড়ে যায়। খবর পেয়েই পুলিশ গিয়ে তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়।’’