উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুর জেলায় পণলোভী স্বামীর অমানবিক কাণ্ডে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকা জুড়ে। মাত্র ৮ মাস বয়সী নিজের সন্তানকে উল্টো করে ধরে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াল এক ব্যক্তি, শুধুমাত্র স্ত্রীর পরিবারকে পণের জন্য চাপে ফেলার জন্য (Uttar Pradesh)। সেই বিভৎস ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনার মূল অভিযুক্ত সঞ্জু নামে ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জু দীর্ঘদিন ধরেই স্ত্রীর কাছে টাকা ও একটি গাড়ি দাবি করে আসছিল (Uttar Pradesh)। তার জন্যই প্রায়ই বিবাদ বাধত স্বামী-স্ত্রীর মধ্যে। অবশেষে সেই বিবাদের ভয়ঙ্কর রূপ নেয়, যখন সঞ্জু নিজের অবুঝ শিশুকে হাতিয়ার বানিয়ে স্ত্রী ও তার পরিবারের ওপর মানসিক অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় (Uttar Pradesh)।
ভিডিওতে দেখা গেছে, সন্তানকে উল্টো করে ধরেই বারবার বলছে— “ভিডিও করো, সবাই ভিডিও করো! টাকা দাও!” স্ত্রীর কথায়, “ও আমাকে মারধর করছিল। তারপর বাচ্চাকে উল্টো করে ধরে পুরো গ্রাম চারবার ঘুরেছে। কেউ কিছু বলেনি। এখন আমার বাচ্চার কোমরের হাড় খুলে গেছে, ওর চিকিৎসা চলছে। আমি গরিব মানুষ, কোথা থেকে টাকা দেব? কেউ শুনছে না। আমি চাই ওর পুরো পরিবারকে জেলে পাঠানো হোক (Uttar Pradesh)।”
এদিকে পুলিশ প্রশাসনের তরফে ঘটনাটির সত্যতা স্বীকার করা হয়েছে (Uttar Pradesh)। মিলক খানম থানার ইনচার্জ নিশা খাতানা জানিয়েছেন, “সঞ্জুর বিরুদ্ধে ১৫১ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি কাউন্সেলিং সেন্টারে পাঠানো হয়েছে।”
তবে স্থানীয়দের একাংশ এবং মহিলার দাবি, পুলিশ পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অভিযুক্তকে কড়া শাস্তি না দিলে সমাজে এমন অন্যায় বারবার ঘটবে বলেই আশঙ্কা তাঁদের।