Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • উমর খালিদকে ১৩ দিনের মুক্তি! দিদির বিয়েতে যোগ দিতে আদালতের বড় সিদ্ধান্ত
দেশ

উমর খালিদকে ১৩ দিনের মুক্তি! দিদির বিয়েতে যোগ দিতে আদালতের বড় সিদ্ধান্ত

Umar Khalid
Email :2

দিল্লি হিংসা মামলার অভিযুক্ত উমর খালিদকে (Umar Khalid) অন্তর্বর্তী জামিন দিল দিল্লির একটি আদালত। দিদির বিয়েতে যোগ দিতে তিনি (Umar Khalid) আবেদন করেছিলেন, আর সেই আবেদনই মঞ্জুর হয়েছে। আদালত জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট ১৩ দিন জেলের বাইরে থাকতে পারবেন তিনি। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারক সমীর বাজপেয়ীর আদালতে এই আবেদনের শুনানি হয়। আগামী ২৭ ডিসেম্বর উমরের দিদির বিয়ে। সেই অনুষ্ঠানেই যোগ দেওয়ার জন্য তিনি (Umar Khalid) অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন। আবেদন খতিয়ে দেখে আদালত তাঁকে সাময়িক মুক্তির অনুমতি দেয়, তবে বেশ কয়েকটি কঠোর শর্তও বেঁধে দেওয়া হয়েছে।

এই সময় তিনি কোনওভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবৃত্ত ছাড়া কারও সঙ্গে দেখা করতে পারবেন না। তাঁকে নিজের বাড়িতেই থাকতে হবে, তবে বিয়ের অনুষ্ঠান যদি অন্য কোথাও হয়, সেখানে যেতে পারবেন। নিজের মোবাইল সঙ্গে রাখতে পারবেন, কিন্তু সেই নম্বর তদন্তকারীদের জানাতে হবে। এছাড়া দিল্লি হিংসা মামলার কোনও সাক্ষীর সঙ্গে তাঁর যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর তাঁকে ফের আত্মসমর্পণ করতে হবে।

উল্লেখ্য, এটি তাঁর তৃতীয় অন্তর্বর্তী জামিন। এর আগে ২০২২ এবং ২০২৩ সালে দুইবার সাত দিনের প্যারোল পেয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts