Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • Pakistan High Commission: দিল্লিতে বসেই গুপ্তচরবৃত্তি! পাক কূটনীতিককে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিল ভারত
দেশ

Pakistan High Commission: দিল্লিতে বসেই গুপ্তচরবৃত্তি! পাক কূটনীতিককে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিল ভারত

Email :1

নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের এক আধিকারিককে (Pakistan High Commission) “পারসোনা নন গ্রাটা” (অপ্রিয় ব্যক্তি) ঘোষণা করল ভারত। সরকারি দায়িত্বের বাইরে গিয়ে কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ওই আধিকারিককে (Pakistan High Commission) ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই সরকারি সূত্রে জানা গেছে। অর্থের বিনিময়ে ভারতীয় সেনাদের গোপন তথ্য জোগাড় করছিলেন ওই কূটনীতিক (Pakistan High Commission) বলে অভিযোগ রয়েছে।

সূত্রের খবর, সোমবার পাকিস্তান হাই কমিশনের ‘চার্জ দ্য’অ্যাফেয়ার্স’-কে এই বিষয়ে ডিমার্শ (কূটনৈতিক প্রতিবাদপত্র) জারি করা হয়েছে।

এই পদক্ষেপ আসে এমন সময়, যখন পাঞ্জাব পুলিশ সম্প্রতি একটি সীমান্ত পেরিয়ে চলা গুপ্তচরচক্র ফাঁস করেছে, যার যোগসূত্র রয়েছে দিল্লিতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিবিদের সঙ্গে।

পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ভারতের সেনাবাহিনীর চলাচল সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে পাকিস্তান হাই কমিশনের এক আধিকারিকের নাম, যিনি এই গুপ্তচরচক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা অনলাইন ট্রান্সফার মারফত পাকিস্তান থেকে টাকা পাচ্ছিল। শুধু তথ্য পাচারই নয়, সেই অর্থ আরও স্থানীয় কিছু কর্মীর কাছেও পৌঁছে দেওয়ার কাজ করত তারা।

পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি নির্ধারিত তদন্ত প্রোটোকল মেনেই এগনো হবে। পাশাপাশি আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখা হবে এবং এই নেটওয়ার্কে জড়িত অন্যান্য সদস্যদের খোঁজও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts