Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • বসভারাজু খতম, এবার মাওবাদীদের নতুন ‘ডন’ দেবুজি! গোয়েন্দা রিপোর্টে কাঁপছে দিল্লি
দেশ

বসভারাজু খতম, এবার মাওবাদীদের নতুন ‘ডন’ দেবুজি! গোয়েন্দা রিপোর্টে কাঁপছে দিল্লি

mao leader a
Email :1

দেশের নিরাপত্তা বাহিনীর হাতে শীর্ষ নেতা (Mao Leader) বসভারাজু খতম হওয়ার কয়েক মাস পর আবারও নতুন নেতৃত্ব গড়ে তুলল নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)। গোয়েন্দা সূত্রে খবর, তেলেঙ্গানার তিরুপতি তিরুপাথি ওরফে দেবুজি-কে (Mao Leader) সংগঠনের নতুন জেনারেল সেক্রেটারি করা হয়েছে।

দেবুজি (Mao Leader) এতদিন ছিলেন সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান। তিনি কুখ্যাত মাওবাদী দানবদের অন্যতম, যাঁর বিরুদ্ধে আছে একাধিক রক্তাক্ত হামলার অভিযোগ। গোয়েন্দাদের দাবি, ভয়ঙ্কর মাও নেতা হিদমা, যিনি এখন পুরো বাস্তার অঞ্চলের দায়িত্ব পেয়েছেন। হিদমা আগে প্লাগা ব্যাটালিয়ন–১ এর কমান্ডার ছিলেন। মে মাসে তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে এক টানা ২১ দিনের সেনা অভিযানে ৩১ জন মাওবাদী খতম হলেও, হিদমা পালিয়ে যায় (Mao Leader)। এবার তাকে করা হয়েছে দণ্ডকারণ্য অঞ্চলের সেক্রেটারি।

নতুন প্রধান দেবুজির জন্ম করিমনগর জেলায় (Mao Leader)। ১৯৮৩ সালে মাওবাদী দলে যোগ দেন এবং ধীরে ধীরে সংগঠনের শীর্ষে উঠে আসেন। তিনি নাকি ২০১০ সালের দান্তেওয়াড়া হত্যাকাণ্ডের মূলচক্রী, যেখানে ৭৬ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন। তাঁর নাম রয়েছে ২০০৭ সালের বিজাপুরের রণিবোদালি হামলার সঙ্গেও, যেখানে মারা যান ৫৫ পুলিশকর্মী।

গোয়েন্দা নথি বলছে, দেবুজিই নাকি দক্ষিণ ভারতের গেরিলা জোন তৈরি করেছিলেন, যা গোয়া থেকে শুরু করে কেরালার ইডুক্কি পর্যন্ত ছড়িয়ে যায়। পশ্চিমবঙ্গের শীর্ষ নেতা কিষেণজী নিহত হওয়ার পর তিনিই সেখানে দায়িত্ব নিয়েছিলেন। আজও তাঁর মাথার উপর এনআইএ ঘোষণা করেছে ১০ লক্ষ টাকার পুরস্কার।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ২০২৬ সালের মধ্যে দেশে নকশালবাদের পুরোপুরি অবসান ঘটবে। সরকারি তথ্য বলছে, চলতি বছরের জুন পর্যন্ত ২২৬ জন নকশাল নিহত, ৪১৮ জন গ্রেফতার এবং ৮৯৬ জন আত্মসমর্পণ করেছে। গত বছর এই সংখ্যাগুলো ছিল যথাক্রমে ২৯০, ১,০৯০ এবং ৮৮১। নিহতদের মধ্যে ছিলেন ১৮ জন শীর্ষ নকশাল নেতা।

সিপিআই (মাওবাদী)-র সবচেয়ে বড় সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা পলিটব্যুরো এখন প্রায় তিনজন সদস্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে জুনে রিপোর্ট করেছিল সিএনএন-নিউজ১৮। ছত্তিশগড় প্রশাসনের হিসেব অনুযায়ী, মাওবাদীদের সক্রিয় সশস্ত্র ক্যাডারের সংখ্যা নেমে এসেছে মাত্র ১,৫০০ জনে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য বলছে, গত এক দশকে নকশাল হিংসার হার ৫৩ শতাংশ কমেছে। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশে নকশাল হিংসার ঘটনা ছিল ১৬,৪৬৩টি। ২০১৪ থেকে ২০২৪— এই দশ বছরে সেটাই কমে দাঁড়িয়েছে ৭,৭৪৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts