থাইল্যান্ডে ধরা পড়ার পর নতুন বিপদে পড়লেন Birch by Romeo Lane–এর মালিক লুথরা ভাইরা (Luthra Brothers)। India Today TV সূত্রে জানা গিয়েছে, হোটেল-রেস্তরাঁ ব্যবসায় প্রভাবশালী বলে পরিচিত এই দুই ভাই এখন বড় কর্পোরেট জালিয়াতির সন্দেহে তদন্তের মুখে (Luthra Brothers)।
দিল্লির উত্তরাঞ্চলের একই ঠিকানায় অন্তত ৪২টি কোম্পানির অস্তিত্ব মিলেছে, এবং এই সব সংস্থার সঙ্গেই লুথরা ভাইদের যোগ পাওয়া গিয়েছে (Luthra Brothers)। নথিপত্র খতিয়ে দেখে তদন্তকারীরা দেখেছেন, এই ৪২টি কোম্পানির বেশিরভাগই কাগজে-কলমে চলছে, বাস্তবে কোনও কার্যকলাপের প্রমাণ নেই। কর্পোরেট রেকর্ডে দুই ভাইকে বিভিন্ন কোম্পানি ও এলএলপি-র ডিরেক্টর বা পার্টনার হিসেবে দেখানো হয়েছে। এমন কাঠামো সাধারণত শেল কোম্পানি, বেনামি লেনদেন এবং মানি লন্ডারিং-এর আশঙ্কা তৈরি করে (Luthra Brothers)।
লুথরা ভাইদের কোম্পানিগুলি দাবি করে যে তাদের থাইল্যান্ডের ফুকেটে একটি আউটলেট আছে। কিন্তু তদন্তে কোনও বাস্তব প্রমাণ, গ্রাহকের রিভিউ বা যাচাই করা ঠিকানা পাওয়া যায়নি। সবটাই যেন কাগুজে প্রচার।
যে সংস্থাগুলিকে সন্দেহজনক বলে চিহ্নিত করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে—Osrj Food and Entertainment Private Limited, Being GS Hospitality Private Limited, Being FS Pacific Hospitality Private Limited, Being Life Hospitality Private Limited, Being Bharat Hospitality Private Limited এবং Virtue Food and Beverages Private Limited।
এই পুরো চক্র এখন কর্পোরেট জগতে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।





