Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • শপিং মল জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা, পরীক্ষা স্থগিত, নেটওয়ার্ক নেই—নেপালের ভয়াবহতার সাক্ষী ভারতীয় ছাত্রী
দেশ

শপিং মল জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা, পরীক্ষা স্থগিত, নেটওয়ার্ক নেই—নেপালের ভয়াবহতার সাক্ষী ভারতীয় ছাত্রী

nepal protest a
Email :1

নেপালে দিন দিন ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। হিংসা, আগুন, ভাঙচুরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশ। চারদিকে আতঙ্কের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সবচেয়ে চিন্তার বিষয়, এই অশান্তির মধ্যে আটকে পড়েছেন প্রচুর ভারতীয় পড়ুয়া (Indian Student)। অধিকাংশই চিকিৎসাশাস্ত্র পড়তে গিয়েছেন নেপালে। এখন তাঁরা (Indian Student) ক্যাম্পাসের মধ্যে বন্দি হয়ে রয়েছেন, কারণ বাইরে বেরোনোই জীবনহানির ঝুঁকি।

বীরাটনগরের বীরাট মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়া বীণিতা মণ্ডল (Indian Student) সুরক্ষিত আছেন কলেজ চত্বরে। তবে তাঁর ভয় লুকোনোর উপায় নেই। সোমবার তাঁদের ক্যাম্পাস থেকে মাত্র কয়েক মিনিট দূরের একটি শপিং মল দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় (Indian Student)। এমনকি জেল ভাঙার ঘটনাও ঘটে। বীণিতা বলছেন, “ক্যাম্পাসের মধ্যে আমরা এখন নিরাপদ। কিন্তু বাইরে একেবারেই নিরাপদ নয়। দুষ্কৃতীরা সুযোগ নিয়ে আগুন, লুটপাট চালাচ্ছে। আমরা কল্পনাও করতে পারছি না বাইরে যাওয়া সম্ভব।”

কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিলেও পড়ুয়ারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বীণিতা (Indian Student) বলেন, “আমরা খুব ভয় পাচ্ছি। কর্তৃপক্ষ বলছে আমাদের দেখবে, কিন্তু বাইরে যা হচ্ছে তাতে বুক কেঁপে উঠছে।”

এই অশান্তির জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে তাঁদের পরীক্ষা। মোবাইল নেটওয়ার্কও ঠিক মতো কাজ করছে না। বীণিতা জানালেন, “পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি ঠিক মতো না। মাঝেমধ্যে ফোনে কথা হয়। কিন্তু নেটওয়ার্ক একেবারেই খারাপ। মা-বাবা খুবই দুশ্চিন্তায়, আমিও ভয়ে আছি।”

এখন তাঁর একটাই ইচ্ছে—ভারতে ফিরে আসা। “আমি শুধু বাড়ি ফিরতে চাই। কীভাবে সম্ভব জানি না, কিন্তু আমি এখনই ফিরতে চাই,” আতঙ্কে কেঁদে ওঠেন বীণিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts