Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • রক্তে জমাট বেঁধেই থেমে যাচ্ছে হৃদপিণ্ড! কর্ণাটকে তরুণ-যুবাদের মৃত্যুর পেছনে মিলল এক মারাত্মক কারণ
দেশ

রক্তে জমাট বেঁধেই থেমে যাচ্ছে হৃদপিণ্ড! কর্ণাটকে তরুণ-যুবাদের মৃত্যুর পেছনে মিলল এক মারাত্মক কারণ

heart attack
Email :2

মাত্র ৪০ দিনের মধ্যে কর্ণাটকের হাসন জেলায় ২৪ জন মানুষের আকস্মিক মৃত্যুর ঘটনার (Heart Attack) পেছনে ভয়াবহ তথ্য উঠে এল। বৃহস্পতিবার একটি ছয় সদস্যের তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে, যেখানে জানানো হয়েছে — অন্তত কয়েকটি মৃত্যু হয়েছে হৃদপিণ্ডে রক্ত জমাট বাঁধার কারণে (Heart Attack)।

এই ঘটনার প্রেক্ষিতে হাসনের ডেপুটি কমিশনার কে এস লতাকুমারী জেলা স্বাস্থ্য আধিকারিক, হাসন মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক ও বেশ কয়েকজন কার্ডিয়োলজিস্ট-সহ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন (Heart Attack)। তাঁদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল তদন্তের রিপোর্ট জমা দিতে।

মে মাস থেকে জুন মাসের মধ্যে জেলায় মৃত্যুর পরিসংখ্যান খতিয়ে দেখে কমিটি জানিয়েছে, ২৪টি মৃত্যুর মধ্যে ২০ জনেরই মৃত্যু হয়েছে হৃদরোগজনিত (Heart Attack) কারণে। এদের মধ্যে ৬ জনের মৃত্যুর জন্য সরাসরি দায়ী হৃদপিণ্ডে রক্ত জমাট বাঁধা। বাকি ৪ জনের মৃত্যু হৃদরোগে নয় — তাঁদের মৃত্যু হয়েছে কিডনি সমস্যা, সড়ক দুর্ঘটনা, উচ্চ রক্তচাপ-সহ অন্ত্রের জটিলতা এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণে।

২০টি নিশ্চিত হৃদরোগে মৃত্যুর মধ্যে কিছু জনের আগে থেকেই হার্টের সমস্যা ছিল। যেমন, ৩ জনের আগে হৃদরোগের ইতিহাস ছিল, ২ জনের হার্টে স্টেন্ট বসানো হয়েছিল এবং একজনের অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়েছিল।

এই ২৪টি ঘটনার মধ্যে ৭ জনের ময়নাতদন্ত করা হয়েছে। এর মধ্যে ৬টি রিপোর্ট ইতিমধ্যেই এসে গেছে। রিপোর্টে যা উঠে এসেছে, তা রীতিমতো শিউরে ওঠার মতো— ৬টি রিপোর্টের মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে আচমকা হৃদপিণ্ড থেমে যাওয়ার কারণে এবং প্রত্যেকটির কারণ রক্ত জমাট বাঁধা!

সবচেয়ে ভয়ংকর দিক হল, মৃতদের বড় অংশ তরুণ ও মধ্যবয়সী — যা সাধারণ হার্ট অ্যাটাকের গড় পরিসংখ্যানের থেকে ব্যতিক্রম। ফলে স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts