Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • রাজস্থানে গ্যাংস্টার রাজ শেষ? বিষ্ণোই চক্রের বিরুদ্ধে ইতিহাস গড়া মামলা দায়ের
দেশ

রাজস্থানে গ্যাংস্টার রাজ শেষ? বিষ্ণোই চক্রের বিরুদ্ধে ইতিহাস গড়া মামলা দায়ের

lawrence bishonoi
Email :13

রাজস্থানে অপরাধ দমনের পথে ঐতিহাসিক পদক্ষেপ নিল জয়পুর পুলিশ। প্রথমবারের মতো কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ( Lawrence Bishnoi) ও তার পুরো অপরাধচক্রের বিরুদ্ধে একটি বিস্তৃত FIR দায়ের করা হয়েছে। এই প্রথম রাজ্যের মাটিতে বিষ্ণোই চক্রের ( Lawrence Bishnoi) বিরুদ্ধে এত বড় আইনি পদক্ষেপ নেওয়া হল। পশ্চিম জেলা ইউনিটের তরফে জয়পুর পুলিশ কমিশনারেট এই মামলা দায়ের করে।

FIR-এ নাম উঠে এসেছে গ্যাংয়ের শীর্ষ নেতাদের, যেমন — লরেন্স বিষ্ণোই ( Lawrence Bishnoi) , রোহিত গোদারা, অমরজিৎ, অনমোল বিষ্ণোই সহ আরও অনেকে, যারা দীর্ঘদিন ধরে অপরাধ সিন্ডিকেট চালাচ্ছিল রাজ্যে। এই ঘটনার পর পুলিশ তিনজন সক্রিয় গ্যাং সদস্যকেও গ্রেফতার করেছে। ধৃতরা হলেন ভবানী, সুরজ এবং ইমরান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই তিনজন দীর্ঘদিন ধরেই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং তারা সোনা চোরাচালানের মতো অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই FIR-টি কেবলমাত্র গ্রেফতার হওয়া তিনজন নয়, বরং রাজস্থানে বিষ্ণোই গ্যাংয়ের ( Lawrence Bishnoi) সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবহৃত হবে। রাজ্যে যেই হোক না কেন, এই গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত হলেই তাঁর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ এই পদক্ষেপকে একটি ‘প্রো-অ্যাকটিভ মুভ’ বা আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছে, যার মাধ্যমে রাজ্যে এই সংগঠিত অপরাধ চক্রের প্রভাব ধ্বংস করা যাবে বলে তারা আশা করছে।

এখন সকলের নজর রয়েছে, এই FIR-এর পর রাজস্থানে বিষ্ণোই গ্যাংয়ের নেটওয়ার্ক কতটা ভেঙে পড়বে এবং কতজন আরও অপরাধীর নাম উঠে আসবে তদন্তে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts