ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের (SIR) কাজের জন্য ফের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ছিল ফর্ম জমা দেওয়ার শেষ দিন। ঠিক শেষ মুহূর্তে কমিশন জানায়, পাঁচ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে আরও কিছুদিন সময় দেওয়া হচ্ছে (SIR)। তবে এই তালিকায় জায়গা পায়নি বাংলা।
কমিশন জানায়, যেসব রাজ্যে কাজ পিছিয়ে আছে, সেগুলিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং আন্দামান-নিকোবরকে নতুন সময়সীমা দেওয়া হয়েছে (SIR)। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং আন্দামান-নিকোবরের ক্ষেত্রে সময় বাড়ানো হয়েছে ১৮ ডিসেম্বর পর্যন্ত। তামিলনাড়ু ও গুজরাটের নতুন ডেডলাইন ১৪ ডিসেম্বর। সর্বাধিক সময় পেয়েছে উত্তরপ্রদেশ—সেখানে ফর্ম জমা দেওয়া যাবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
ফর্ম জমা দেওয়ার সময় বাড়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখও বদলানো হয়েছে (SIR)। তামিলনাড়ু ও গুজরাটে ১৯ ডিসেম্বর, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও আন্দামান-নিকোবরের খসড়া তালিকা প্রকাশ হবে ২৩ ডিসেম্বর। উত্তরপ্রদেশে খসড়া তালিকা বেরোবে ৩১ ডিসেম্বর। এই তালিকায় নেই বাংলার নাম—অর্থাৎ রাজ্যে বৃহস্পতিবারই ছিল শেষ দিন।
যদিও এসআইআর কাজের জন্য প্রায় সব রাজ্যই কমিশনের কাছে বাড়তি সময় চেয়েছিল, পশ্চিমবঙ্গও সেই আবেদন করেছিল। কিন্তু কমিশন জানায়, যেসব রাজ্যের ডিজিটাইজেশন পিছিয়ে রয়েছে, শুধুমাত্র তাদেরই বাড়তি সময় দেওয়া হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, ৬ ডিসেম্বর পর্যন্ত মধ্যপ্রদেশে ডিজিটাইজেশন হয়েছে ৯৯.৬৬ শতাংশ, ছত্তীসগঢ়ে ৯৯.৬৬ শতাংশ, আন্দামানে ৯৯.৬৭ শতাংশ, তামিলনাড়ুতে ৯৮.৬৯ শতাংশ, গুজরাটে ৯৮ শতাংশ এবং উত্তরপ্রদেশে ৯৪.০৪ শতাংশ।












