Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • গ্ল্যামার নয়, সৌজন্যে বাজিমাত! দেবের ‘চেয়ার কাণ্ড’ দেখে চোখে জল অনুরাগীদের, বলছেন—এই জন্যই ওঁকে এত ভালোবাসি!
দেশ

গ্ল্যামার নয়, সৌজন্যে বাজিমাত! দেবের ‘চেয়ার কাণ্ড’ দেখে চোখে জল অনুরাগীদের, বলছেন—এই জন্যই ওঁকে এত ভালোবাসি!

viral video deb
Email :3

মানবিকতা যেন তাঁর স্বভাব! অভিনয়ে যেমন ‘চ্যাম্পিয়ন’, ঠিক তেমনই সৌজন্যবোধেও দেব বারবার নিজেকে আলাদা করে তুলেছেন। টলিপাড়ার গ্ল্যামার, রাজনীতির হাইভোল্টেজ চর্চা—সবকিছুর মাঝেও টলিউডের এই সুপারস্টার একান্তে সাধারণ থেকে যাওয়ার চেষ্টায় বিশ্বাসী (Viral Video)। আর এবার তারই আরও এক অনন্য নজির হয়ে উঠল একটি মঞ্চের দৃশ্য। যেখানে দেব নিজের সিনেমার প্রচার অনুষ্ঠানে নিজেই মঞ্চে চেয়ার সাজিয়ে দিলেন (Viral Video)।

বৃহস্পতিবার ছিল তাঁর আসন্ন ছবি ‘ধূমকেতু’-র মিউজিক লঞ্চ। অনুষ্ঠান শুরু হতে তখনো কিছুটা সময় বাকি (Viral Video)। চারপাশে কর্মীরা ব্যস্ত চেয়ারের সারি গুছিয়ে তুলতে। এমন সময় একেবারে সাধারণ পোশাকে মঞ্চে হাজির হয়ে গেলেন দেব (Viral Video)। কেউ ভাবতেও পারেননি—সেই তারকাই নিজ হাতে চেয়ার সাজাতে হাত লাগাবেন। কিন্তু সেটাই করলেন তিনি (Viral Video)। কোনও তারকাসুলভ ভঙ্গিমা নেই, নেই নিরাপত্তার ঘেরাটোপও। বরং যেভাবে তিনি কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চেয়ার গুছিয়ে দিলেন, তা দেখে উপস্থিত সকলে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ।

এই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটপাড়ায় শুরু হয় প্রশংসার ঝড়। অনেকেই বলেন—এ কারণেই দেব শুধু বড় পর্দার নয়, মানুষের মনেও নায়ক হয়ে থাকেন।

দেবের এই ‘সাধারণ’ হয়ে ওঠার দৃষ্টান্ত অবশ্য এই প্রথম নয়। রাজনীতির ময়দানে তাঁর সফরেও বারবার দেখা গিয়েছে মাটির কাছাকাছি থাকা একজন জনপ্রতিনিধির প্রতিচ্ছবি। কখনও ঘামে ভেজা টিশার্টে চায়ের দোকানে আড্ডা, তো কখনও নির্বাচনী প্রচারে মাটিতে বসে পাত পেড়ে খাবার—সবেতেই সৌজন্যের ছাপ।

শুটিং ফ্লোরেও তিনি ঠিক তেমনই। ‘রঘু ডাকাত’-এর মতো বড় প্রজেক্টেও প্রযোজক হয়েও প্রপস নিজে ঠিক করতেন। ভ্যানিটি ভ্যানের বিলাস নয়, সহশিল্পীদের সঙ্গে মেঝেতে বসেই লাঞ্চ সারতে ভালোবাসেন দেব।

মিউজিক ভিডিও দিয়ে কেরিয়ার শুরু করে আজ টলিউডের প্রথম সারির নায়ক, সফল প্রযোজক এবং তিনবারের সাংসদ। কিন্তু জনপ্রিয়তার শিখরে থেকেও তারকার মোড়ক ঝেড়ে ফেলে যেভাবে মানুষের মতো মানুষের ছবি তিনি তুলে ধরেন—তাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

এই ভিডিও দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন—“রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান।”

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts