Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Mock Drill: পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে আঘাত আসতে পারে শ্রীনগরে! ডাল লেকে শুরু হল সিভিল ডিফেন্ড মক ড্রিল
দেশ

Mock Drill: পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে আঘাত আসতে পারে শ্রীনগরে! ডাল লেকে শুরু হল সিভিল ডিফেন্ড মক ড্রিল

Email :14

আগামীকাল সারা ভারতের ২৪৪টি জেলায় সিভিল ডিফেন্ড মক ড্রিল (Mock Drill) কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই পরিস্থিতিতে মঙ্গলবার শ্রীনগরের ডাললেকে সিভিল ডিফেন্ড মক ড্রিল (Mock Drill) শুরু হয়ে গিয়েছে। ডাল লেকের ঝিলে অনেক বাসিন্দা বাস করেন (Mock Drill) । সেখানকার মানুষ কোনও রকম বিপদে পড়লে কীভাবে উদ্ধার করা হবে, সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া (Mock Drill) হবে। কোনও ব্যক্তি যদি নদীতে ডুবে যায়, সেক্ষেত্রে দড়ির সাহায্যে কীভাবে ডাঙায় উঠে আসবেন, বা কীভাবে ডুবে যাওয়া কোনও ব্যক্তিকে ডাঙায় তুলতে সাহায্য করতে পারবেন সাধারণ মানুষ এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে(Mock Drill) । ডাল লেকে সিভিল ডিফেন্স মক ড্রিলে (Mock Drill) নিয়ে আসা হয়েছে মেগা ফোন, স্পিড বোট, রোপ ডেলিভার গান। এছাড়াও ডাললেকের কাছেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটে দল রয়েছে। ডাল লেকে কোনও ধরনের দুর্ঘটনা ঘটনার পাঁচ মিনিটের মধ্যে বিপর্যয় মোকাবিলা (Mock Drill) বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারবে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে।

ভারত পাকিস্তান উত্তেজনা ক্রমেই বাড়ছে। সেই উত্তেজনার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাক সীমান্তবর্তী বেশ কয়েকটি রাজ্যকে ৭ মে সিভিল ডিফেন্ড মক ড্রিল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, পাকিস্তানকে প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা। এর আগে ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী সিভিল ডিফেন্ড মক ড্রিলের নির্দেশ দিয়েছিলেন পাক সীমান্তবর্তী রাজ্যগুলোকে। অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ভারত যে কোনও মুহূর্তে পাকিস্তানকে আক্রমণ করতে পারে। সোমবারই ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts