বাংলার বিএলও-দের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট নির্দেশ দিয়েছে, তাঁদের অবিলম্বে সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোনও সমস্যায় পড়লে বিএলওরা সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিক বা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে পারবেন বলেও জানিয়ে দিয়েছে আদালত।
এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল মঙ্গলবার (Supreme Court) । প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বিষয়টি তোলেন মামলাকারীর আইনজীবী। তিনি জানান, বাংলায় বিএলও-দের পর্যাপ্ত নিরাপত্তা নেই। রাজনৈতিক চাপও তৈরি হচ্ছে। এমনকি সিআরপিএফ দিয়ে নিরাপত্তা দেওয়ার আবেদনও জানিয়েছিলেন তাঁরা (Supreme Court) ।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিএলও-দের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের (Supreme Court) । সেই কথার পরই বিচারপতি বাগচী মন্তব্য করেন, কমিশনের চাপ বাড়ায় বিএলও-রা আন্দোলন করছেন, এমন খবর তাঁরাও শুনেছেন। তিনি বলেন, এই কাজ ডেস্কে বসে করার মতো নয়। তাঁদের বাড়ি বাড়ি ঘুরতে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত পরিষ্কার ভাষায় বলেন, “বিএলও-রা হুমকির মুখে আছেন। এটা অত্যন্ত গুরুতর বিষয়। তাঁদের অবশ্যই সুরক্ষা দিতে হবে (Supreme Court) ।”
বিএলওদের উপর চাপ নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন জানায়, দিনে গড়ে মাত্র ৩৭ জন ভোটারের দায়িত্ব দেখতে হচ্ছে তাঁদের। দিনে সাত-আটটি বাড়ি গেলেই কাজ শেষ করা যাচ্ছে। কিন্তু বিচারপতি বাগচী বলেন, বিএলও-দের উপর কোনওভাবেই অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। তাঁরাই মূল কাজটি করছেন—বাড়ি বাড়ি যাচ্ছেন, তথ্য সংগ্রহ করছেন, আপলোড করছেন। প্রয়োজনে বিএলও-র সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি।
নির্বাচন কমিশন আদালতকে জানায়, বিএলও-দের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে অবিলম্বে চিঠি পাঠানো হবে।










