Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ৫২ লক্ষ ভোটার! এক ঝটকায় তালিকা থেকে ‘গায়েব’, মাথায় হাত বিহারবাসীর!
দেশ

৫২ লক্ষ ভোটার! এক ঝটকায় তালিকা থেকে ‘গায়েব’, মাথায় হাত বিহারবাসীর!

fake voter cards
Email :3

এক মাসব্যাপী নিবিড় সমীক্ষার পর অবশেষে নির্বাচন কমিশন বিহারের (Bihar) খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ ঘোষণা করেছে। ১ আগস্ট প্রকাশ পেতে চলেছে এই তালিকা, যা ইতিমধ্যেই রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। কারণ, কমিশনের তরফে জানানো হয়েছে যে খসড়া তালিকা থেকে প্রাথমিকভাবে ৫২ লক্ষ ৩০ হাজার ১২৬ জন ভোটারের নাম বাদ পড়তে চলেছে (Bihar)। দীর্ঘ সমীক্ষা ও যাচাইয়ের পর এই সংখ্যা উঠে এসেছে।

কমিশনের তথ্য অনুযায়ী, বাদ পড়া এই বিপুল সংখ্যক ভোটারের মধ্যে ১৮ লক্ষ ৬৬ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে। ২৬ লক্ষ ১ হাজার ৩১ জন ভোটার স্থায়ীভাবে ঠিকানা বদল করেছেন (Bihar)। ৭ লক্ষ ৫০ হাজার ৭৪২ জনের নাম একাধিক ভোটার তালিকায় রয়েছে, যা নির্বাচনী নিয়ম লঙ্ঘনের শামিল (Bihar)। আর ১১ হাজার ৪৮৪ জন ভোটারের কোনও হদিসই পাওয়া যায়নি, ফলে তাঁদের নামও তালিকা থেকে বাদ যাবে (Bihar)।

তবে এখানেই শেষ নয়। কমিশন আশঙ্কা প্রকাশ করেছে যে আরও অন্তত ২১ লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত (Bihar)। কারণ, তারা এখনও পর্যন্ত নির্দিষ্ট ফর্ম জমা দেননি, যা Enumeration বা যাচাই প্রক্রিয়ার অপরিহার্য অংশ। হাতে সময় মাত্র দু’দিন—এর মধ্যেই জমা না দিলে তাঁরাও খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারেন।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন রাজ্যের ১২টি রাজনৈতিক দলের জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছে, এই ২১ লক্ষ ভোটারের সঙ্গে দ্রুত যোগাযোগ করে যাচাই ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করতে। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, এখন ভোটারদের ভবিষ্যৎ নির্ভর করছে সময়ের হাতে।

কমিশন আরও স্পষ্ট করে দিয়েছে, ১ আগস্ট যে তালিকা প্রকাশ পাবে, সেটি মোটেও চূড়ান্ত নয়। ১ সেপ্টেম্বর পর্যন্ত এই তালিকা সংশোধনের সুযোগ থাকবে। কেউ যদি তাঁর নাম তালিকায় না পান, বা ভুল দেখতে পান, তাহলে যথাযথ প্রমাণ সহ অভিযোগ জানালে তা সংশোধন করা হবে।

এখন বিহারজুড়ে একটাই প্রশ্ন—কে থাকছেন তালিকায় আর কে হচ্ছেন বাদ? উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts