Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • অবশেষে মিলল বিচার, শুধু ঝগড়ার জন্য খুন! আসামিদের যাবজ্জীব কারাদণ্ড
দেশ

অবশেষে মিলল বিচার, শুধু ঝগড়ার জন্য খুন! আসামিদের যাবজ্জীব কারাদণ্ড

Email :103

উত্তরাখণ্ডের কোটদ্বারের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত শুক্রবার অঙ্কিতা ভণ্ডারি হত্যা (Ankita Bhandari) মামলায় তিনজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে (Ankita Bhandari) ।

এই তিনজন হলেন — পুলকিত আর্য, সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্ত। আদালত তাঁদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগকে মেনে নিয়ে কঠোর সাজা ঘোষণা করে (Ankita Bhanadari)।

রায় ঘোষণার সময় আদালত বিভিন্ন ধারায় অভিযুক্তদের উপর জরিমানাও চাপিয়েছে। পাশাপাশি, অঙ্কিতা ভণ্ডারির (Ankita Bhandari) পরিবারের জন্য চার লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেয় আদালত।

ঘটনাটি ২০২২ সালের। ১৯ বছর বয়সি অঙ্কিতা ভণ্ডারী, যিনি ঋষিকেশের চিলা খালে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিলেন, নিখোঁজ ছিলেন প্রায় ছয় দিন। তিনি একটি রিসর্টে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন, যা চালাত পুলকিত আর্য — যিনি বহিষ্কৃত বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে।

তদন্তে উঠে আসে, অঙ্কিতাকে এক বচসার পর পুলকিত খালে ঠেলে ফেলে। এরপর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলকিত ছাড়াও গ্রেফতার হয় আরও দুই অভিযুক্ত — অঙ্কিত গুপ্ত এবং সৌরভ ভাস্কর। ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর চিলা খাল থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়।

২০২২ সালের ডিসেম্বরের ৪ তারিখ উত্তরাখণ্ড পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের তদন্ত প্রায় সম্পূর্ণ, শুধু অভিযুক্তদের নারকো পরীক্ষা বাকি। তবে তিন অভিযুক্তই নারকো ও পলিগ্রাফ টেস্টে সম্মতি দিতে অস্বীকার করে, কারণ, চার্জশিট জমা দেওয়ার পর কেন এই পরীক্ষা দরকার, তা নিয়ে পুলিশের স্পষ্ট ব্যাখ্যা ছিল না।

এই রায়ে অঙ্কিতার পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও ন্যায়বিচারের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts