Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • দার্জিলিঙে তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে! এবার কি বরফ পড়ার ইঙ্গিত?
জেলা

দার্জিলিঙে তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে! এবার কি বরফ পড়ার ইঙ্গিত?

weather darjeeling
Email :2

সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল শহর (Weather Update)। কিন্তু খুব বেশিক্ষণ নয়—আটটা বাজতেই রোদ উঠতেই মিলিয়ে গেল শীতের সেই প্রথম বার্তা। চারদিকে পরিস্কার আকাশ দেখে পরিষ্কার বোঝা গেল, আজ বৃষ্টি বা কালো মেঘের কোনও সম্ভাবনাই নেই (Weather Update)। তাপমাত্রাও আরামদায়ক, তাই দিনের বেলায় ভোগান্তি হওয়ার কথা নয়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের আবহাওয়ায় আপাতত কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলাজুড়ে শীতের আমেজ বাড়ছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে যাচ্ছে। ফলে আকাশও পরিষ্কার থাকবে বলেই মনে করা হচ্ছে (Weather Update)।

ভোরবেলা হালকা কুয়াশা, সকাল বাড়তেই ধোঁয়াশা দেখা দেয় (Weather Update)। কিন্তু বেলা গড়াতেই সব মিলিয়ে যায়। শুষ্ক আবহাওয়া থাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন ১৫ ডিগ্রি। দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতেও শীতের দাপট স্পষ্ট। বীরভূমের শ্রীনিকেতনে গতকাল তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রিরও নিচে। বাঁকুড়া, পুরুলিয়াতেও পারদ ক্রমশ নামছে।

উত্তরবঙ্গেও শীত জোরালো (Weather Update)। দার্জিলিঙে রাতে তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। যদিও বৃষ্টির সম্ভাবনা নেই। মালদহেও পারদ ১৫ ডিগ্রির নীচে। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় কুয়াশার দাপট বাড়ছে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ৯০০ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে এসেছে (Weather Update)।

অন্যদিকে দিল্লিতে পরিস্থিতি উদ্বেগজনক। শুষ্ক আবহাওয়ার জেরে দূষণ আরও বেড়েছে। দেশের রাজধানীকে ঘিরে ধরেছে বিষাক্ত বায়ুর স্তর। উদ্বেগ বাড়তে থাকায় প্রশাসন দূষণ নিয়ন্ত্রণে একটি বিশেষ প্যানেল গঠন করেছে। তবে এতে কতটা লাভ হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের একাংশের। মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত দিল্লির বায়ুগুণ ছিল ২৯৩ একিউআই, যা উদ্বেগজনক। যদিও গত কয়েকদিনের তুলনায় সামান্য উন্নতি হয়েছে। সোমবার একিউআই ছিল ৩৫০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts