Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Siuri Blast: সিউড়িতে মাঝরাতে বিস্ফোরণ! টিনের চাল উড়ে গেল গাছের মাথায়, পলাতক বাড়ির মালিক
জেলা

Siuri Blast: সিউড়িতে মাঝরাতে বিস্ফোরণ! টিনের চাল উড়ে গেল গাছের মাথায়, পলাতক বাড়ির মালিক

Email :3

মধ্যরাতে বিকট শব্দে কেঁপে উঠল সিউড়ির কুখুডিহি গ্রাম (Siuri Blast)। বিস্ফোরণের তীব্রতায় এলাকার মাটির একটি পরিত্যক্ত বাড়ির টিনের ছাদ উড়ে গিয়ে গিয়ে পড়েছে তালগাছ ও কুলগাছের মাথায় (Siuri Blast)! আশপাশের গাছপালাও বিস্ফোরণের (Siuri Blast)দাপটে ঝলসে গিয়েছে। ঘটনার (Siuri Blast) পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রাথমিক অনুমান, মাটির ঘরের ভিতরে বিস্ফোরক মজুত করা ছিল। রাতেই পুলিশ এসে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে। তবে ঘটনার মূল সন্দেহভাজন, বাড়ির মালিক গোলাম মর্তাজা, এখনও পলাতক।

পশ্চিম বর্ধমানের কুখুডিহি গ্রামের বাসিন্দা গোলাম মর্তাজা পেশায় সাঁইথিয়ার একটি বালিঘাটের কর্মী। তাঁর মালিকানায় রয়েছে একাধিক টোটো ও ট্রাক্টরও। স্থানীয়দের দাবি, যেটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই মাটির বাড়িটিতে কেউ থাকতেন না। তবে আশেপাশে তাঁর আত্মীয়রা থাকেন।

বুধবার গভীর রাতে, আনুমানিক দেড়টা নাগাদ, আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। বিস্ফোরণের জেরে মাটির বাড়ির ছাদ উড়ে গিয়ে পড়ে দূরের গাছের উপর। ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীদের অনেকেই মনে করছেন, বাড়িটিতে বোমা বানানোর কাজ চলছিল বা বোমা মজুত ছিল। স্থানীয় তৃণমূল আহ্বায়ক মুদাসসার হুসেন খান জানান, “গোলাম মর্তাজা একজন সজ্জন ব্যক্তি। তাঁর বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।”

ঘটনার সঙ্গে সাম্প্রতিক সাঁইথিয়ার ছোতো সিজা গ্রামে পরপর বোমা উদ্ধারের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী রাতেই ঘটনাস্থলে পৌঁছয়। আপাতত দু’জনকে আটক করা হয়েছে। পলাতক গোলাম মর্তাজার খোঁজে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts